র‍্যাঙ্কিংয়ে ইতিহাস গড়লেন লিটন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২


র‍্যাঙ্কিংয়ে ইতিহাস গড়লেন লিটন

বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে ভাল ফর্মে থাকা উইকেট কিপার ব্যটার লিটন দাস। বেশ কয়েকটা ম্যাচে নিয়মত রান পাচ্ছেন তিনি। সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজে ঘরের মাঠে তার দুর্দান্ত পারফর্ম। শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের ৩ ইনিংসে ২৮১ রান আসে লিটন দাসের ব্যাট থেকে।  মিরপুর টেস্টে ১৪২ এবং ৫২। আর ড্র হওয়া চট্টগ্রাম টেস্টে একমাত্র ইনিংসে ৮৮ রান। এগুলোর কারণে আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে এক লাফে ৫ ধাপ এগিয়ে ১২ নম্বরে তিনি।

বাংলাদেশের কোন ব্যাটসম্যান এখন পর্যন্ত এই ধাপে পৌঁছাতে পারেনি। ২০১৭ সালের আগস্টে তামিমের ৭০৯ রেটিং পয়েন্ট ছিল বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ রেটিং। সেই রেকর্ড এবার নিজের করে নিলেন লিটন দাস।  তামিম ইকবালকে পেছনে ফেলে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৭২৪ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ের ১২ নম্বরে অবস্থান করছেন লিটন কুমার দাস। 

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৭৫ রানের অপরাজিত ইনিংস খেলেছেন মুশফিকুর রহিম। প্রথম টেস্টেও মুশফিকের সেঞ্চুরি আছে। ফলে ৭ ধাপ এগিয়ে মিস্টার ডিপেন্ডেবলের অবস্থান ১৮-তে। তামিম পিছিয়েছেন ৫ ধাপ। ৪৩ নম্বরে থাকা সাকিব আল হাসানের অবস্থানও অপরিবর্তিত। ৭ ধাপ পিছিয়ে ৬৪ নম্বরে আছেন সদ্য অধিনায়কত্ব ছাড়া মুমিনুল হক। মাহমুদুল হাসান জয় ৯১ আর ৯৫ নম্বরে অবস্থান নাজমুল হাসান শান্তর। সৌম্য সরকারের অবস্থান ১০০ নম্বরে।

বোলিংয়ে রেটিং পয়েন্ট বাড়লেও অবস্থানে নড়চড় হয়নি সাকিবের, আছেন ২৯ নাম্বারে। অলরাউন্ডারদের মধ্যেও আগের অবস্থান চারেই আছেন টাইগার তারকা। তবে ৫ ধাপ পিছিয়ে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ২৭ নম্বরে গেছেন তাইজুল। ইনজুরি আক্রান্ত মিরাজ আছেন ৩৭ নম্বরে। এরপর আছেন নাঈম হাসান ও আবু জায়েদ রাহি। তবে এবাদত হোসেন ৩ ধাপ এগিয়ে আছেন ৮৪ নম্বরে।

এদিকে, টেস্টে ব্যাটারদের মধ্যে শীর্ষে অবস্থান করছেন অজি ব্যাটার মারনাস লাবুশেন। এর পরই আছেন স্টিভেন স্মিথ, কেন উইলিয়ামসন, জো রুট ও বাবর আজম।

এসএ/