যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ড পাওয়া আসামি নজরুল গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
রাজধানীর মোহাম্মদপুর একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া পলাতক আসামি নজরুল ইসলামকে (৬৯) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তার বাড়ি নওগাঁ জেলার বদলগাছী থানায়। সে রাজধানীর মোহাম্মদপুরে আত্মগোপনে থাকাকালে শুক্রবার (৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (৩১ মে) একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় নওগাঁ জেলার জামায়াতের সাবেক আমির মো. রেজাউল করিম মন্টুসহ তিনজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির ট্রাইব্যুনাল এ রায় দেন।
দণ্ড পাওয়া অন্য দুইজন হলেন- শহিদ মণ্ডল (৬২) এবং মো. নজরুল ইসলাম (৬৯)। এর মধ্যে নজরুল ইসলাম পলাতক ছিল।
র্যাব জানায়, স্বাধীনতা যুদ্ধের সময় নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় তারা মানবতাবিরোধী অপরাধ ঘটান। তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যাসহ অবৈধভাবে আটক, নির্যাতন, অপহরণ, লুট, আগুন দেওয়াসহ বিভিন্ন অভিযোগ আনা হয়। র্যাব ফাঁসির দণ্ডাদেশ পাওয়া পলাতক আসামি গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারী বাড়ায়। এক পর্যায়ে নজরুল র্যাবের হাতে গ্রেপ্তার হন।
নজরুলের বিরুদ্ধে অভিযোগের বরাত দিয়ে র্যাব জানায়, তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় নওগাঁর বদলগাছি থানার পাহাড়পুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় হামলা চালান। এ সময় স্বাধীনতার পক্ষের নিরীহ-নিরস্ত্র বেশ কয়েকজনকে হত্যাসহ অবৈধভাবে আটক, নির্যাতন, অপহরণ, ঘরবাড়িতে লুট আগুন দেন।
তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এসএ/