ওরা কি বিশ্বকাপ জিতে গেছে?’


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ওরা কি বিশ্বকাপ জিতে গেছে?’

ইউরোপ ও লাতিন আমেরিকার চ্যাম্পিয়নদের নিয়ে ফাইনাল খেলা ফাইনালিসিমা'তে ইউরোজয়ী ইতালিকে ৩-০ গোলে বিধ্বস্ত করে জয় পেয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। জেতার পরই ড্রেসিংরুমে বাঁধভাঙা উচ্ছ্বাস করেছে আর্জেন্টিনা ফুটবল দল।

বুধবার (১ জুন) বাংলাদেশ সময় রাত ১ টায় ইংল্যান্ডর  লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনালিসিমা অনুষ্ঠিত হয়।  

উল্লাস করতে গিয়ে দলটি জড়িয়েছে ব্রাজিলের নামও। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারের মতো সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে ব্রাজিলকে খোঁচা মেরে করা সেই উচ্ছ্বাসের ভিডিও।

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ‘ফুটবল ইজ আর্ট’ নামক একটি প্রোফাইল থেকে আপলোড করা হয় আর্জেন্টিনার উদযাপনের সেই ভিডিও। আর্জেন্টিনার সেই উদযাপন একেবারেই ভালো লাগেনি ব্রাজিল দলের খেলোয়াড় ও পিএসজিতে মেসির সতীর্থ নেইমার জুনিয়রের। তাই পাল্টা খোঁচা মারলেন নেইমারও। সেই ভিডিওর নিচে মেসি, ডি মারিয়াদের কটাক্ষ করে নেইমার কমেন্ট করেন, ‘ওরা কি বিশ্বকাপ জিতে গেছে?’

নেইমারের সেই কমেন্টটি ভাইরাল হয়েছে মুহূর্তেই। যদিও পরে সেই মন্তব্যটি মুছে দিয়েছেন নেইমার।

এসএ/