শুরুর আগেই বিপিএলে করোনার হানা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ক্রীড়া প্রতিবেদক: শুরুর আগেই করোনাভাইরাস হানা দিয়েছে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)।
সোমবার
(১৭ জানুয়ারি) শুরু হয়েছে করোনা টেস্ট। প্রথম দিনের টেস্টে করোনাভাইরাসে পজিটিভ রিপোর্ট
পেয়েছেন বেশ কয়েকজন।
খেলোয়াড়
ও ম্যানেজমেন্টের সবাইকে করোনা পরীক্ষা দিয়ে মঙ্গলবার (১৮ জানুয়ারি) টিমগুলোর জৈব সুরক্ষা
বলয়ে প্রবেশের কথা রয়েছে।
তবে
সুরক্ষা বলয়ে প্রবেশের আগে বাধ্যতামূলক করোনা টেস্টে কয়েকজন ক্রিকেটার ও স্টাফের পজিটিভ
এসেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক ডাক্তার দেবাশীষ চৌধুরী।
আগামী ২১ জানুয়ারি
পর্দা উঠবে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসরের। এবারের আসরের ফাইনাল অনুষ্ঠিত
হবে ১৮ ফেব্রুয়ারি। ঢাকা, সিলেট, চট্টগ্রামে হবে বিপিএলের ম্যাচগুলো। ফাইনালসহ মোট
ম্যাচ হবে ৩৪টি।
ওআ/