চলন্ত অটোতে গাছ পড়ে চালক নিহত
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ভারতের আসামরাজ্যের করিমগঞ্জে ভয়াবহ ঘটনা খবর পাওয়া গেছে। জানা যায়, চলন্ত অটোর উপর প্রকান্ড গাছ পড়ে মৃত্যু ঘটল অটো চালকের।
ঘটনাটি বুধবার (১৫ জুন) সকাল ১১ টা ৩০ মিনিটে করিমগঞ্জ অগ্নিনির্বাহক কার্যালয়ের সম্মুখে এই ঘটনাটি সংগঠিত হয়। এই মর্মান্তিক ঘটনায় প্রাণ হারিয়েছেন অটো চালক করিমগঞ্জ জেলার নিলামবাজারের আলমখান গ্রামের বাসিন্দা আজহার উদ্দিন।
ঘটনার পর স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু শেষরক্ষা হয়নি। গত দু'দিনের লাগাতার বৃষ্টির দরুন মাটি নরম হওয়ায় গাছটি শিকড় নিয়ে পড়ে যায়। সে সময় অটোটি আসছিল। তবে অটোটিতে কোন যাত্রী ছিল না বলে জানা গেছে। এই নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এসএ/