ঘুষ নিতে গিয়ে ধরা পড়লেন হিসাবরক্ষক!


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ঘুষ নিতে গিয়ে ধরা পড়লেন হিসাবরক্ষক!

ভারতের আসামরাজ‍্যের শিলচর ট্রেজারি অফিসের এককর্মী ঘুষ নিতে গিয়ে ধরা পড়লেন। 

বুধবার (১৫ জুন) আসামের ভিজিল‍্যান্স এবং দুর্নীতি দমন শাখার আধিকারিকরা কাছাড় পুলিশের সহযোগিতায় শিলচর ট্রেজারি অফিসের সিনিয়র সহকারী হিসাবরক্ষক মদন মোহন সিংহকে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরেছেন। 

শিলচর ট্রেজারি অফিসের সিনিয়র সহকারী হিসাবরক্ষক মদন মোহন সিংহকে ১০ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে ধরে পড়েন। কেন তিনি ঘুষ আদায় করেছেন এবং অভিযোগকারী কে তা জানা যায়নি। 

পুলিশের একটি দল অফিস চত্বরে ব‍্যারিকেড করেছে এবং বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।

এসএ/