বজ্রাঘাতে বাবা-ছেলের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
বজ্রাঘাতে মৃত্যু হল বাবা ও ছেলের। ঘটনায় শোকের ছায়া নেমে পড়েছে ভারতের উত্তরবঙ্গের তুফানগঞ্জের বালাভুত গ্রামের নয়েরচড় এলাকায়।
নিহতরা হলেন- দেবেন মন্ডল (৭০) ও দুলাল মন্ডল (২০)।
স্থানীয় সূত্রে প্রকাশ, বৃহস্পতিবার সকালে দেবেন মন্ডল এবং তার ছেলে দুলাল ঝিঙা তুলতে জমিতে যান। সেই সময় এলাকায় বাজ পড়ে। বজ্রঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবা ও ছেলের। এদিকে স্বামী ও ছেলে বাড়ি ফিরে না এলে জমিতে যান দেবেন মন্ডলের স্ত্রী। সেখানে গিয়ে দেখেন জমিতে এক জায়গায় পানি জমে রয়েছে আর সেই পানির মধ্যেই পড়ে রয়েছে দুজন। তিনি চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন। দ্রুত বাবা ও ছেলেকে উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
মৃতদেহ দুটিকে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে ঘটনার তদন্তে নেমেছে দেওয়ানগঞ্জ থানার পুলিশ।
এসএ/