এই এমবাপ্পেকে আমি চাইনি: রিয়াল সভাপতি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
বিশ্বসেরা ফুটবলারদের অন্যতম স্টাইকার কাইলিয়ান এমবাপ্পে। যেকোন ক্লাব কিনতে চাই তাকে কিন্তু ইচ্ছে ও অর্থ দুটি থাকলেও কিছু জিনিস পাওয়া যায়না। তারই প্রমাণ এমবাপ্পে ও ক্লাব রিয়াল মাদ্রিদ। আর এ বিষয়ে বেশ খোলসা করেই বললেন ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।
রিয়াল সভাপতি বলেছেন, “কাইলিয়ান এমবাপ্পে সেই ব্যক্তি নন, যে কি না স্পেনে আসার চেষ্টা করেছিলেন। এমবাপ্পে সম্প্রতি পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করেছেন।”
গোল ডটকমের খবরে জানা গেছে, এমবাপ্পে রিয়ালে যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত যাননি।
পেরেজ এ বিষয়ে বলেন, “এমবাপ্পে সারা বিশ্বকে জানিয়েছিলেন তাঁর আকাঙ্ক্ষা, তার স্বপ্ন, রিয়াল মাদ্রিদের হয়ে খেলার কথা। তিনি তা প্রকাশ্যে বলেছেন। আমরা তাকে নিতে চেয়েছিলাম। কিন্তু তা সম্ভব হয়নি। আমি মনে করি এটি রাজনৈতিক চাপের কারণে হয়েছে। এটি অর্থনৈতিকও ছিল। তাকে কেবল দলের নেতাই নয়, পরিচালনারও প্রস্তাব দিয়েছিল। চাপের কারণে স্বপ্ন বদলে ফেলেন তিনি।”
তিনি বলেন, “যদি কোনো দেশের প্রেসিডেন্ট (এমানুয়েল ম্যাক্রোঁ) কাউকে ডাকেন, অবশ্যই সে প্রভাবিত হবে। এটি তাকে অনেক প্রভাবিত করেছে। সে জিদানের মতোই রিয়াল মাদ্রিদে সফল হতে পারতেন।”
কাইলিয়ান এমবাপ্পের মায়ের বিষয়ে পেরেজ বলেন, “আমি মনে করি তার মা রিয়াল মাদ্রিদে যেতে বলেছিলেন, কারণ এটি তার স্বপ্ন ছিল। আমি তার সাথে কথা বলিনি, কিন্তু সে এতে বিরক্ত। যখন পরিস্থিতির পরিবর্তিন হয় এবং একজন ব্যক্তি সিদ্ধান্ত নেন, তখন এটিকে সম্মান করতে হবে।”
ফরাসি তারকাকে খোঁচা দিয়ে রিয়াল সভাপতি বলেন, “আমি যে এমবাপ্পেকে চেয়েছিলাম, সে এই এমবাপ্পে নয়। সে যদি বদলে যায়... জীবন হাজারটা মোড় নিতে পারে। আমি মনে করি তাকে বিভ্রান্ত করা হয়েছে। আমি তার মঙ্গল কামনা করি, তার খারাপ কিছু চাই না।”
এসএ/