তিন সেঞ্চুরিতে ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড ইংল্যান্ডের
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
নেদারল্যান্ডসকে পেয়ে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে নতুন রেকর্ড তৈরি করলো ইংল্যান্ড। কল্পনাকেও হার মানিয়ে যায়, নেদারল্যান্ডসের বিপক্ষে এমন ব্যাটিংই করেছে ইংলিশ ব্যাটসম্যানরা। নিজেদের রেকর্ড ভেঙেই ওয়ানডেতে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড গড়লো ইংল্যান্ড।
আগের দুই রেকর্ডও ছিল ইংল্যান্ডের, ২০১৬ সালের আগস্টে পাকিস্তানের বিপক্ষে নটিংহ্যামে ৩ উইকেটে ৪৪৪ এবং ২০১৮ সালের জুনে নটিংহ্যামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেটে ৪৮১ রানের রেকর্ড গড়েছিল দলটি। এবার নিজেদের রেকর্ড নিজেরাই গুঁড়িয়ে ৪৯৮ রানের ইনিংস খেলে ইংল্যান্ড।
তিন ওয়ানডের সিরিজ খেলতে ইংল্যান্ড দল এখন নেদারল্যান্ডস। শুক্রবার (১৭ জুন) সিরিজের প্রথম ওয়ানডেতে অ্যামসটেলভিনের ভিআরএ ক্রিকেট গ্রাউন্ডে মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে টসে হেরে আগে ব্যাটিং করে ৪ উইকেটে ৪৯৮ রানের পাহাড় গড়েছে ইংল্যান্ড।
ঘরের মাঠে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল নেদারল্যান্ড। ১ রানের মাথায় জেসন রয়ের উইকেট নিয়ে ভালো সূচনাই করে দলটি। তবে এরপরই ডাচ বোলারদের ওপর রোলার কোস্টার বইয়ে দিতে শুরু করেন ইংলিশ ব্যাটাররা। মাত্র ১৬৯ বলে ২২২ রানের জুটি গড়েন সল্ট ও মালান। ২২৩ রানের মাথায় আউট হয়ে যান সল্ট। এরপর মাঠে নামেন জশ বাটলার।
বাটলার মাঠে নামার পর রান তোলার গতি আরও বেড়ে যায়। ডাচ বোলারদের বল একের পর এক আছড়ে ফেলেন গ্যালারিতে। মালান ও বাটলার মিলে মাত্র ৮৯ বলে গড়েন ১৮৪ রানের জুটি। ৪০৭ রানের মাথায় বিদায় নেন মালান। একই রানে ‘০’ রান করে ফিরে যান অধিনায়ক এউইন মরগ্যানও।
এরপর ইংল্যান্ড ব্যাটাররা যেন টর্নেডো বইয়ে দেয়া শুরু করেন নেদারল্যান্ডসের বোলারদের ওপর। বাটলারের সাথে চার ছক্কার উৎসবে যোগ দেন এবার হার্ডহিটার লিয়াম লিভিংস্টোন। দুজনে মিলে মাত্র ৩২ বলে গড়েন ৯১ রানের জুটি। শেষ পর্যন্ত বাটলার ৭০ বলে ১৬২ রানে ও লিভিংস্টোন ২২ বলে ৬৩ রানে অপরাজিত থাকেন।
এসএ/