বিকিনি পরে বিপাকে ক্রোয়েশিয়ান ফুটবলার


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


বিকিনি পরে বিপাকে ক্রোয়েশিয়ান ফুটবলার

সুন্দরী নারী ফুটবলারদের মধ্যে অন্যতম ক্রোয়েশিয়ার আনা মারিয়া মার্কোভিচ। বেশ জনপ্রিয়ও এই সুন্দরী নারী ফুটবলার। 

সম্প্রতি ইনস্টাগ্রামে তিনি বেশ কিছু বিকিনি পরা ছবি দিয়েছিলেন। তার পরেই বলতে শুরু করা হয় তিনিই না কি বিশ্বের ‘সবচেয়ে সুন্দরী মহিলা ফুটবলার’। তিনি নাকি সৌন্দর্যে টেক্কা দিতে পারেন বিশ্বের যে কোনও সুন্দরীকে। এ হেন আনা মারিয়া মার্কোভিচ সম্প্রতি মহাবিপদে পড়েছেন। তাঁর কাছে ক্রমাগত অশ্লীল ছবি এসেই চলেছে। ভুয়ো ম্যানেজাররাও তাঁকে উত্ত্যক্ত করে চলেছেন।

ইনবক্স ভরে ওঠে অশ্লীল বার্তায়। এক ফুটবল ওয়েবসাইটে তিনি বলেছেন, “অনেকেই নিজেকে ম্যানেজার পরিচয় দিয়ে মেসেজ করছে। বিভিন্ন ক্লাবে খেলার প্রস্তাব দিচ্ছে। জানি না ওরা কী চায়। ওরা নিশ্চয়ই কোনও দিন আমার খেলা দেখেনি।”

কিছু অদ্ভুত প্রস্তাবও এসেছে। কেউ মার্কোভিচের বাড়ির কাজের লোক হতে চেয়েছেন। কেউ অনুশীলনের পর তাঁর জুতো পরিষ্কার করার কাজ করতে চেয়েছেন। তবে মার্কোভিচ আর সেগুলিকে পাত্তা দিচ্ছেন না। সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁর প্রিয় ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। নিজের দেশের লুকা মদ্রিচকেও ভালবাসেন। এখনই মডেলিংয়ে নামার ইচ্ছে নেই। ভবিষ্যতে চেলসির হয়ে খেলতে চান।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

ওআ/