বন্যার্তদের জন্য কাঁদছে সাকিব-তামিমদের মন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


বন্যার্তদের জন্য কাঁদছে সাকিব-তামিমদের মন

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সিলেটে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। প্লাবিত হচ্ছে বিভিন্ন এলাকা। পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। বিদ্যুৎ নেই, খাবার নেই, বিশুদ্ধ পানি নেই, মোবাইল নেটওয়ার্ক নেই- সিলেটে কেবল নেই আর নেই। সব মিলিয়ে সিলেটের মানুষ মানবেতর জীবনযাপন করছেন। সিলেটবাসীর করুণ এই অবস্থায় সবার মনেই অস্থিরতা বিরাজ করছে। দেশের বাইরে খেলতে যাওয়া বাংলাদেশের ক্রিকেটাররাও ব্যথিত সিলেটের এই অবস্থায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান লিখেছেন, ‘ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেটের পাশেই আছে পুরো বাংলাদেশ। আসুন, এই সঙ্কটময় পরিস্থিতিতে সবাই সিলেটকে প্রার্থনায় রাখি।’

ওয়ানডে অধিনায়ক এবং ওপেনার তামিম ইকবালও বন্যা পরিস্থিতিতে তার ভারাক্রান্ত হওয়ার কথাই ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন।

‘অপরূপ সৌন্দর্য্যের লীলাভূমি সিলেট-সুনামগঞ্জ আজ বিপর্যস্ত ভয়াবহ বন্যায়। বিভিন্ন ছবি দেখে এবং বন্যার খবর জেনে খুব খারাপ লাগছে। সবাই ধৈর্য রাখুন, মানসিকভাবে শক্ত থাকুন। যতটা সম্ভব সবাই দুর্গতদের পাশে থাকুন, পরস্পরের সহায়তা করুন। প্রার্থনা করছি যেন এই বিপদ দ্রুত কেটে যায়। আল্লাহ সবার সহায় হোন।’

ক্যারিবীয়দের প্রথম ইনিংসে তাদের চার ব্যাটারকে ড্রেসিং রুমে ফেরত পাঠিয়ে বল হাতে সফল মেহেদী হাসান মিরাজ। নিয়েছেন চারটি উইকেট। তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ২০০ উইকেটের মাইলফলকে পা রেখেছেন। বন্যার্তদের জন্য তার মাঝেও রয়েছে উদ্বেগ। ফেসবুক স্ট্যাটাসে সেটির জানানও দিলেন।

‘মহান আল্লাহর কাছে প্রার্থনা, বন্যায় প্লাবিত সিলেট বিভাগকে তিনি রক্ষা করুন। দ্রুতই যেন সিলেট বিভাগের বাসিন্দারা আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, মহান আল্লাহর কাছে আমরা সেই দোয়া করি। কর্তৃপক্ষ ও সামর্থ্যবান সকলে এই ভয়াবহ দুর্যোগ মোকাবেলায় হাতে-হাত রেখে কাজ করবেন ইনশাআল্লাহ। ফি-আমানিল্লাহ।’

বিপর্যস্ত বানভাসি মানুষের রক্ষায় সৃষ্টিকর্তার কাছে নিজের আকুতির কথা লিখেছেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস।

‘মহা মানবিক বিপর্যয় নেমে এসে সিলেটের বুকে। এই মুহূর্তে সিলেটে বন্যা কবলিত মানুষদের জন্য ত্রাণ এবং উদ্ধার অভিযান অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। প্রতি মুহূর্তে পানি বাড়ছে। ঈশ্বর সবাইকে রক্ষা করুন।’

ওআ/