বিশ্বে করোনায় আরও ৭ শতাধিক মৃত্যু, শনাক্ত প্রায় ৫ লাখ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


বিশ্বে করোনায় আরও ৭ শতাধিক মৃত্যু, শনাক্ত প্রায় ৫ লাখ

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ওঠা নামা করছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে এ ভাইরাসে আক্রান্ত হয়ে ১ হাজার ৯‘ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে আক্রান্ত হয়েছে ৪ লাখ ৯৭ হাজার ২০৫ জন। 

করোনাভাইরাসে বিশ্বে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ কোটি ৩৬ লাখ ২০ হাজার ৩৪৯ জন। আর মৃত্যু সংখ্যা ৬৩ লাখ ৩৯ হাজার ৩৮৭ জনে। 

গত একদিনে করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে নতুন করে ২০০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছে ৮১ হাজার ৭৩৩ জন। এতে করে দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ৩৮ হাজার ২৬৫ জন। আর শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৭৯ লাখ ৬৮ হাজার ৮১৯ জনে। 

ভারতেও বেড়েছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ১৩ হাজার ২১৬ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২৩ জনের। এ সংখ্যা নিয়ে ভারতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা যথাক্রমে ৪ কোটি ৩২ লাখ ৮৩ হাজার ৭৯৩ ও ৫ লাখ ২৪ হাজার ৮৪০ জন। 

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে রোববার (১৯ জুন) এ তথ্য জানা গেছে। 

গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত হয়েছে তাইওয়ানে। দেশটিতে নতুন করে ৫৫ হাজার ২২০ জন আক্রান্ত হয়েছে। এ সময়ে মৃত্যু হয়েছে ১৫৪ জনের। 

ফ্রান্সে ৪৩ জনের মৃত্যুর পাশাপাশি শনাক্ত হয়েছে ৫০ হাজার ৬০৫ জন। এছাড়া ইতালিতে শনাক্ত হয়েছে ৩৫ হাজার ৪২৭ জন, মৃত্যু হয়েছে ৪১ জনের। 

ওআ/