‘শামিকে বিশ্বকাপের জন্য বিবেচনা করা উচিত’


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


‘শামিকে বিশ্বকাপের জন্য বিবেচনা করা উচিত’

প্রোটিয়াদের বিরুদ্ধে চলমান টি-টোয়েন্টি সিরিজে ভারতের ক্রিকেট দলে বেশ কয়েকজন নতুন মুখ এসেছে। নজরও কেঁড়েছেন নবীনরা। আর এ জন্য অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে নেওয়া হবে কি না তা এখনও স্পষ্ট নয়। 

মোহাম্মদ শামির বিষয়ে সাবেক পেসার আশীষ নেহরা বলেছেন, “শামি অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে যদি খেলতে না পারেন, তবে অবশ্যই তাঁকে আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপের জন্য ঘরের মাঠে বিবেচনা করা উচিত।”

তিনি বলেন, “মনে হচ্ছে তিনি (শামি) এই মুহূর্তে পরিকল্পনায় নেই (টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য)। তিনি টেস্ট ক্রিকেট খেলতে থাকবেন। যদি তরুণ খেলোয়াড়দের সুযোগ দিতে চান, অবশ্যই পরের বছর ৫০ ওভারের বিশ্বকাপের জন্য তাকে বিবেচনা করা উচিত। ম্যানেজমেন্টের যদি প্রয়োজন হয়, আমরা সবাই তার ক্ষমতা জানি।”

এই পেসার আরো বলেন, “ভারত তাদের সেরা খেলোয়াড়দের খেলতে চাইবে, শামি অবশ্যই তাদের একজন। আমাদের এই বছর খুব বেশি ওডিআই নেই, আইপিএলের পর এই মুহূর্তে শামি বিরতিতে আছেন। টেস্ট ম্যাচের পর ভারত তাকে ইংল্যান্ডে ৫০ ওভারের ক্রিকেটে খেলতে পারে। একটি শীর্ষ দলের বিরুদ্ধে তিনটি ওডিআই ম্যাচ খেলবেন তিনি। ইংল্যান্ডকে অবশ্যই হারাতে চাইবে ভারত। এর জন্য সেরা বোলারদের প্রয়োজন। আমি অবশ্যই শামিকে সেই দলে চাইব।”

উল্লেখ্য, কোভিড প্রাদুর্ভাবের কারণে ইংল্যান্ড ও ভারতের টেস্ট সিরিজের পঞ্চম টেস্ট বাতিল করা হয়েছিল। এখন সেই ম্যাচ ১-৫ জুলাই হবে। ইংল্যান্ডের বিরুদ্ধে সেই টেস্টে শামির খেলার সম্ভাবনা রয়েছে। গত বছর ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর পর দুই দল তিনটি ওয়ানডে খেলবে।

এসএ/