বুলডোজারে চেপে বিয়ে করতে গেলেন বর
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় প্রতিষ্ঠিত হন যোগী আদিত্যনাথ। ভারতীয় জনতা পার্টির এই বিপুল জয়লাভের ফলে রাজ্যবাসীর মধ্যে বাঁধভাঙ্গা উল্লাসের চিত্র ধরা পড়ে। তবে সাম্প্রতিককালে যোগী আদিত্যনাথ সরকারের সঙ্গে যে প্রসঙ্গটি মিলেমিশে একাকার হয়ে গেছে, তা হলো " বাবা কি বুলডোজার। প্রধানত রাজ্যে কোন অপরাধীদের দ্বারা দুস্কর্ম করা হলে তাদের সম্পত্তি এবং অন্যান্য সকল বেআইনি ঘরবাড়ি এই বুলডোজার দিয়েই ভেঙ্গে দিতে দেখা যায় উত্তরপ্রদেশ প্রশাসনকে। এমনকি বুলডোজার কান্ডে এতটাই ভীত হয়ে পড়ে সকল অপরাধীরা যে নিজে থেকেই থানায় এসে আত্মসমর্পন করতে দেখা যায় সকলকে।
তবে সম্প্রতি শুধুমাত্র অপরাধ দমনে নয়, বিয়ে কিংবা অন্যান্য শুভ অনুষ্ঠানে ও এর ব্যবহার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। অতীতে ঘোড়ার গাড়ি থেকে শুরু করে বর্তমানে লাক্সারি গাড়িতে আসার প্রথা থাকলেও বর্তমানে উত্তরপ্রদেশের বিভিন্ন প্রান্তে বুলডোজারে চেপে বরযাত্রীকে আসতে দেখা গিয়েছে। স্বভাবতই এই ঘটনায় তাক লেগেছে গোটা ভারতে। সম্প্রতি একটি বিবাহ অনুষ্ঠানে এহেন ঘটনার সাক্ষী থাকলো সকলে।
উল্লেখ্য, সম্প্রতি একটি বুলডোজারে চেপে বিয়ে করার উদ্দেশ্যে কনে বাড়িতে পৌঁছে যেতে দেখা যায় গোটা বরপক্ষকে। উত্তরপ্রদেশের লক্ষণপুরের শংকরপুর এলাকার নিবাসী সেলিমের কন্যা রুবিনার সঙ্গে বিবাহ ঠিক হয় আলা গ্রামের নিবাসী বাদশাহের আর এক্ষেত্রে বিবাহ করার উদ্দেশ্যে সমগ্র বরপক্ষকে বুলডোজার চেপে আসছে দেখা যায়। এমনকি, বিয়ে বাড়ীতে পৌঁছেই সকলে মিলে স্লোগান তোলে, ' বুলডোজার বাবা কি জয়'। এহেন দৃশ্য দেখে স্বভাবতই হতবাক হয়ে পড়ে সেখানে উপস্থিত সকল জনগন।
এই প্রসঙ্গে বরপক্ষের তরফ থেকে বলা হয়, অতীতে ঘোড়ার গাড়ি কিংবা অনেকেই লাক্সারি গাড়ি করে বিয়ে করতে আসেন। তবে আমরা আগে থেকেই সিদ্ধান্ত নেই যে, বিয়ে করতে আসতে হলে আমরা একমাত্র বুলডোজার চেপেই আসবো। যেভাবে রাজ্যে বুলডোজার জনপ্রিয়তা লাভ করেছে, তাতে এটাই আমাদের সঠিক বলে মনে হয়েছে।
এসএ/