রাগবি: নেপালকে হারালো বাংলাদেশ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
আন্তর্জাতিক অঙ্গনে এই প্রথম রাগবি খেলায় মাঠে নামলো লাল সবুজের রাগবি দল। আর নেমেই জয় দিয়ে শুরু। আন্তর্জাতিক সিরিজের প্রথম ম্যাচে নেপালকে বড় ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করেছে লাল-সবুজের দল।
মঙ্গলবার (২১ জুন) রাজধানীর আর্মি স্টেডিয়ামে সেভেন এ সাইডের দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে নেপালকে ২০-০ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ রাগবি দল।
দলের পক্ষে অধিনায়ক নাদিম মাহমুদ সর্বোচ্চ ১০ পয়েন্ট পান। বাকি ১০ পয়েন্টের মধ্যে ৫ পয়েন্ট করে পান আনোয়ারুজ্জামান ও সোহেল আহমেদ।
আজই সিরিজের দ্বিতীয় ম্যাচে ফের মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল। এরপর আগামীকাল বুধবার এ সাইডের একমাত্র ম্যাচটি হবে। এই প্রথমবারের মতো ফিফটিন এ সাইড ম্যাচ খেলবে বাংলাদেশ ও নেপাল।
আজ সকালে বনানীর আর্মি স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এ সময় ফেডারেশনের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এসএ/