রাখতে চাই বায়ার্ন, ছাড়তে চাই লেভানদোভস্কি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের প্রাণভোমরা পোলিশ স্ট্রাইকার রবার্তো লেভানদোভস্কি দীর্ঘ আটটি বছর কাঁটিয়ে দিলেন, শেষ হয়েছে তার সাথে ক্লাবটির চুক্তি। এখন যাবার পালা। ক্লাবটি ছাড়তে উঠে পড়ে লেগেছেন লেভানদোভস্কি কিন্তু তাকে ছাড়তে নারাজ ক্লাবটি।
জার্মান ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ তো বাড়াতে চানই না সেই সঙ্গে চলমান চুক্তিও শেষ করতে চান না লেভানদোভস্কি। অর্থাৎ যে কোনো উপায় বায়ার্ন ছাড়তে মরিয়া পোলিশ তারকা। কিন্তু বায়ার্ন চাইছে না এই মুহূর্তে লেভানদোভস্কিকে ছাড়তে। বাভারিয়ানরা অন্তত আরও এক মৌসুম লেভাকে নিজেদের দলে রাখতে চাচ্ছে। বার্সেলোনার আগ্রহ বায়ার্ন উপেক্ষা করার পরই সেটা ধারণা করা হচ্ছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদন অনুসারে, বায়ার্নের সাবেক প্রেসিডেন্ট উলি হোয়েনেস জানিয়েছেন, “লেভানদোভস্কিসহই নাকি নতুন মৌসুমের দল সাজাচ্ছে বায়ার্ন।”
স্পোর্ট ওয়ানে হোয়েনেস বলেছেন, “বায়ার্নের নতুন দলটি নিয়ে বেশ গভীরভাবে কাজ করা হচ্ছে। গেল সপ্তাহে আমার কাছে যে পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে যেটা যদি কাজে দেয় তাহলে লেভানডোভস্কিসহ আমাদের দারুণ একটা দল হতে যাচ্ছে আগামী মৌসুমে।”
বার্সার আগ্রহের বিষয়ে হোয়েনেস বলেছেন, “আসলে তার(লেভার) এজেন্ট ও বার্সেলোনা যেভাবে চাচ্ছে সেভাবে কাজ হচ্ছে না। সে কারণে তারা ক্ষুব্ধ। আমি সকলকে বলব, পরিস্থিতি বুঝতে এবং বাড়াবাড়ি না করতে। বায়ার্ন ও লেভানডোভস্কির ওপর সূর্যের হাসি ঠিকরে পড়বে। এটা সবসময় এমনই ছিল।”
বায়ার্নের সঙ্গে ২০২৩ সালের জুন পর্যন্ত মেয়াদ আছে লেভার। কিন্তু, পোলিশ তারকা এ চুক্তির শেষ পর্যন্ত আর থাকতে চান না। এমনকি চুক্তির মেয়াদও বাড়াতে চান না লেভানদোভস্কি।
এসএ/