রোনালদোর গাড়ির দুর্ঘটনা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২

পর্তুগালের সুপারস্টার, বিশ্ব সেরা ফুটবলারদের অন্যতম ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদোর সুপার-কার বুগাত্তি ভেইরন দূর্ঘটনার শিকার হয়েছে।
স্পেনের মাজোর্কা শহরে দূর্ঘটনার কবরে পড়ে গাড়িটি। গাড়িটির দাম প্রায় ২.২ মিলিয়ন ডলারে মতো। বাংলাদশি মুদ্রায় প্রায় ২০ কোটি ৪৪ লাখ টাকার বেশি।
ল্যাতিন টাইমসের খবরে বলা হয়েছে, ‘রোনালদোর স্পোর্টস কারটি স্পেনের পালমা দে মায়োর্কা অঞ্চলে একটি বাড়ির দেয়ালে ধাক্কা লাগে। এই সময় গাড়িটি চালাচ্ছিলেন তাঁর একজন কর্মচারী।’
রোনালদো তাঁর পরিবারের সঙ্গে সখানে ছুটি কাটাতে গিয়েছিলেন। মিলিয়ন ডলারের সুপারকারটির সামনের দিকেরে বেশ কিছু অংশ ভেঙে যায়। তদন্তকারীরা নিশ্চিত করেছেন যে, দুর্ঘটনায় অন্য কোনো গাড়ি জড়িত ছিল না এবং চালকও আঘাত পাননি।
পুলিশ তা নিয়ে তদন্ত করছে। পরে গাড়ি দুটি মায়োর্কায় নিয়ে যাওয়া হয়। রোনালদো প্রেমিকা জর্জিনা রদ্রিগেজ ও পাঁচ সন্তানকে নিয়ে পর্তুগিজ ফরোয়ার্ড পরে বিমানে করে যান। মায়োর্কা অঞ্চলের একটি বিলাসবহুল বাড়িতে উঠেছে তাঁর পরিবার।
এসএ/