অল্পের জন্য প্রাণে বাঁচলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ভাগ্যের জোরে বাঁচলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ভারতের উত্তরপ্রদেশের বারাণসী থেকে তাঁর হেলিকপ্টারের উড়ানের পরই পাখির ধাক্কা। সঙ্গে সঙ্গে কপ্টারের জরুরি অবতরণ করাতে বাধ্য হন পাইলট। শেষে রাজ্য সরকারের বিমানে লখনউ ফিরলেন তিনি।
রবিবার (২৬ জুন) সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় উত্তরপ্রদেশের বারাণসীতে। সরকারি কাজে বারাণসী এসেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শনিবার একাধিক প্রকল্পের কাজ পরিদর্শন করেন তিনি। তারপর বারাণসীতেই রাত্রিযাপন করেন। পরিকল্পনা ছিল রবিবার সকালে বারাণসীর পুলিশ লাইন থেকে কপ্টারে চেপে লখনউ ফিরে যাবেন। এদিন সকালে কপ্টারে রওনা হতেই বিপত্তি।
জানা যায়, টেক অফ করার পরই আচকা একটি পাখি ধাক্কা মারে কপ্টারে। বিপদ বুঝে তড়িঘড়ি কপ্টার অবতরণ করান পাইলট। এরপর কপ্টার এড়িয়ে সড়ক পথে এলএসবিআই বিমান বন্দরে পৌঁছেন। সেখানে থেকে বিমানে লখনউ রওনা দেন।
কপ্টারের জরুরি অবতরণ প্রসঙ্গে বারাণসীর জেলাশাসক কৌশলরাজ শর্মা সাংবাদিকদের জানান, “পাখির ধাক্কার জেরে কপ্টারের জরুরি অবতরণ করাতে বাধ্য হন পাইলট।”
এসএ/