জি৭ সম্মেলন শুরু


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


জি৭ সম্মেলন শুরু

বৈশ্বিক জ্বালানি স্বল্পতা ও খাদ্য সংকটের মতো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে তিনদিনের জি৭ সম্মেলনে মিলিত হয়েছেন বিশ্বের ৭ টি শক্তিধর দেশের শীর্ষ নেতারা।

রোববার (২৬ জুন) জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ বাভারিয়ান আল্পসে ব্রিটেন, কানাডা, ফ্রান্স, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্রের নেতাদের স্বাগতম জানান। 

গত বছরের তুলনায় এ বছরের সম্মেলনের পটভূমি অনেকটাই ভিন্ন। ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী চোখ রাঙাচ্ছে জ্বালানি ও খাদ্য সংকট। সেইসাথে রয়েছে জলবায়ু পরিবর্তন ও চীনের স্বৈরতন্ত্র নিয়ে পশ্চিমা মাথাব্যথা। 

ইউক্রেনের প্রতি সমর্থন প্রকাশ ও রাশিয়ার ওপর চাপ প্রয়োগ করতে জি৭ নেতারা ঐক্যবদ্ধ থাকবেন বলেই আশা করা হচ্ছে। তবে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও জীবনধারণের ব্যয় বেড়ে যায় এমন নিষেধাজ্ঞা যেন আরোপ না করা হয় সেদিকেও তাদেরকে খেয়াল রাখতে হবে। 

ইউরোপীয় ইউনিয়নের এক কর্মকর্তা বলেন, ‍“একতা ও কাজের সমন্বয়ই হবে এই সম্মেলনের প্রধান বার্তা। কঠিন সময়েও আমাদেরকে মিত্র দেশের সাথে মিলেমিশে থাকতে হবে।” 

এ বছরের সম্মেলনের মূল এজেন্ডার মধ্যে রয়েছে রাশিয়ান স্বর্ণ আমদানিতে নিষেধাজ্ঞা। সেইসাথে রাশিয়ান তেল আমদানি সীমিত করার ব্যাপারেও জি৭ নেতারা গঠনমূলক আলোচনা করছেন বলে জানিয়েছেন জার্মান এক কর্মকর্তা।

এসএ/