ছাত্রীকে কোয়ার্টারে ডেকে ধর্ষণচেষ্টা অধ‍্যাপকের


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ছাত্রীকে কোয়ার্টারে ডেকে ধর্ষণচেষ্টা অধ‍্যাপকের

ভারতের পশ্চিমবঙ্গ রাজ‍্যের এলাকাগুলিতে ক্রমাগত বৃদ্ধি পেয়েছে নারী নির্যাতনের ঘটনা। একবিংশ শতকে দাঁড়িয়ে ও তিলোত্তমার বুকে ধর্ষণের ঘটনা রীতিমতো ভয় ধরাচ্ছে জনমনে। 

এই পরিস্থিতিতে ফের খবরের শিরোনামে উঠে এল যাদবপুর শহরের একটি নামজাদা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর উপর যৌন নির্যাতনের ঘটনা। অভিযোগের তির যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক অধ‍্যাপকের বিরুদ্ধে। ইতিমধ্যেই নির্যাতিত ছাত্রী যাদবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন বলেই জানা গেছে। 

খবরে প্রকাশ, এমন অমানবিক এবং নিন্দনীয় ঘটনাটি শনিবার দুপুরে সংগঠিত হয়েছে। ইন্টারন‍্যাশনাল রিলেশন বিভাগের এক অধ‍্যাপকের বিরুদ্ধে সরব ছাত্রীর কথায়, যে অধ‍্যাপকের অধীনে তিনি গবেষণা করছিলেন সেই অধ‍্যাপক তাকে অধ‍্যাপকের নিজস্ব কোয়ার্টারে গবেষণাপত্র নিয়ে আলোচনার জন‍্য ডেকে নিয়ে গিয়ে তাকে শ্লীলতাহানি করেন। এমনকি অধ‍্যাপক তাকে বলপূর্বক ধর্ষণের চেষ্টা করেন বলেও অভিযোগ জানান ওই ছাত্রী। শুধু তাই নয় ছাত্রী নিজের সম্মান রক্ষা করার জন‍্য কোনো রকমে পালিয়ে আসেন অধ‍্যাপকের কোয়ার্টার থেকে। 

সূত্রে প্রকাশ, চূড়ান্তভাবে অসম্মানিত এবং নিগৃহীত ওই ছাত্রী এরপরই ছুটে যান যাদবপুর থানায়। ইতিমধ্যেই ওই অধ‍্যাপকের বিরুদ্ধে তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও জানা গেছে। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে কোনরকম মন্তব‍্য পাওয়া যায়নি। পাশাপাশি এখনো পর্যন্ত মুখ খুলতে নারাজ ওই অভিযুক্ত অধ‍্যাপক। তবে এমন নিন্দনীয় ঘটনার জেরে এলাকায় শোরগোল পড়ে গেছে শিক্ষামহলে।
 
খবর প্রকাশ‍্যে আসতেই সর্বত্রই চাঞ্চল‍্যের সৃষ্টি হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মধ‍্যে। শুধু তাই নয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশের মধ‍্যে নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।

এসএ/