ক্রিকেটকে বিদায় বলছেন মর্গ্যান!
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ক্রিকেটারের জনক ইংল্যান্ডকে প্রথম ওয়ানডে বিশ্বকাপ এনে দেওয়া অধিনায়ক এউইন মর্গ্যান। ২০১৯ সালে তার নেতৃত্বে বিশ্বকাপ জিতে ইংরেজরা। শোনা যাচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতে যাচ্ছেন ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক। এই সপ্তাহের শেষ দিকে আসতে পারে ঘোষণা।
নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে সিরিজে টানা দুই ম্যাচে ডাক মারেন মর্গ্যান। ৩-০ তে জেতা সিরিজের শেষ ম্যাচটি থেকে ছিটকে যান কুচকির চোটে। ফর্মের সঙ্গে যেহেতু ফিটনেসও এখন বড় উদ্বেগের বিষয়, দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদনে বলা হচ্ছে, মর্গ্যান তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছেন।
৩৫ বছর বয়সী ব্যাটসম্যান গত শনিবার একটি করপোরেট ম্যাচ খেলেন, মঙ্গলবার নির্ধারিত একটি চ্যারিটি ম্যাচ থেকে সরে দাঁড়ান। ডাচদের মুখোমুখি হওয়ার আগেই ইংলিশ অধিনায়ক বলেছিলেন, যখন আর দলে অবদান রাখতে পারবেন না, তখন সরে দাঁড়াবেন তিনি।
ধারণা করা হচ্ছে, কিছুদিনের মধ্যেই আসতে পারে অবসরের ঘোষণা। ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক জস বাটলার বেশ এগিয়ে মর্গ্যানের উত্তরসূরি হওয়ার দৌড়ে। অলরাউন্ডার মঈন আলীও আছেন বিবেচনায়।
এসএ/