ছাত্রলীগের কমিটিতে জেলে থাকা আসামী ও ব্যাংকার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
চট্টগ্রামের পটিয়া উপজেলা ছাত্রলীগের নব-গঠিত কমিটিতে স্থান পেয়েছে পটিয়ার আলোচিত যুবলীগের তিন নেতাকে ব্রাশফায়ারে হত্যা চেষ্টার মামলায় জেলে থাকা আসামী আসিফুল ইসলাম। এছাড়াও স্থান পেয়েছে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তা সিরাজুম মনির।
রবিবার (২৭ জুন) রাতে দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক আবু তাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আরাফাত শাকিলকে সভাপতি এবং আব্দুল্লাহ আল নোমানকে সাধারণ সম্পাদক করে পটিয়া উপজেলা ছাত্রলীগের ১৩৫ সদস্য বিশিষ্ট কমিটি আগামী এক বছরের জন্য ঘোষণা করা হয়। যেখানে আসিফুল ইসলাম প্রকাশ আসিফ’কে ছাত্রবৃত্তি বিষয়ক উপ-সম্পাদক ও সিরাজুম মনিরকে সাংগঠনিক সম্পাদক করা হয়।
কমিটিতে মামলার আসামী আসিফুল স্থান পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে হত্যা চেষ্টার মামলার বাদী মো. সাইফুল ইসলাম প্রকাশ সাইফু।
তিনি বলেন, “একজন অস্ত্রধারী সন্ত্রাসী কিভাবে বাংলাদেশ ছাত্রলীগের কমিটিতে স্থান পাই? যে কমিটি এখন ঘোষণা করা হয়েছে সে কমিটিতে সন্ত্রাসী, ব্যাংক কর্মকর্তারাও আছে। যা সর্ম্পণূ গঠনতন্ত্র বিরোধী। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলার সভাপতি ও সম্পাদকের প্রতি আহ্বান জানাচ্ছি।”
এই বিষয়ে দক্ষিণ জেলা ছাত্রলীগের আবু তাহের জনবাণীকে জানান, “আমরা খোঁজ খবর নিয়ে কমিটিতে স্থান দিয়েছি। কেউ যদি তথ্য গোপন করে তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
এসএ/