যুক্তরাষ্ট্রে ট্রেন লাইনচ্যুত, নিহত ৩


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


যুক্তরাষ্ট্রে ট্রেন লাইনচ্যুত, নিহত ৩

যুক্তরাষ্ট্রে ট্রেন লাইনচ্যুত হয়ে ৩ জনের প্রাণহানি হয়েছে, আহত হয়েছেন আরো অনেকে। লস অ্যাঞ্জেলেস থেকে শিকাগো যাচ্ছিল ট্রেনটি।  দ্রুতগতির একটি ট্রেন একটি ডাম্প ট্রাককে ধাক্কা দিলে ট্রেনটির ৮ টি বগি লাইনচ্যুত হয়।  

সোমবার (২৭ জুন) দেশটির মিসৌরির দক্ষিণ-পশ্চিমে একটি রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিতে যাত্রীদের দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের বগির জানালা ও দরজা দিয়ে বের হতে দেখা যায়। 

দুর্ঘটনায় কবলিত এক যাত্রী বলেন, ‌‘মনে হচ্ছিল যে সবকিছুই ধীর গতিতে ঘটেছে। ট্রেনটি কাঁপতে শুরু করে এবং তারপরে হঠাৎ উল্টে যায়। এর পর জানালা দিয়ে প্রচুর ধুলো আমার দিকে আসে।’

মিসৌরি স্টেট হাইওয়ে প্যাট্রোলের মুখপাত্র জাস্টিন ডান বলেছেন, “তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে। ট্রেনটিতে ২০০ জনের বেশি যাত্রী এবং প্রায় এক ডজন ক্রু সদস্য ছিল। ট্রেনটি একটি নুড়ি রাস্তার চৌরাস্তা অতিক্রম করছিল। সেই সময় এর সামনে ট্র্যাক চলে আসে। এদিকে ট্রাকটিকে চিহ্নিত করার মতো কোনও আলো ছিল না সেখানে। কোনও ইলেকট্রনিক কন্ট্রোল ডিভাইস ছিল না। গ্রামীণ এলাকায় সাধারণত যা হয়।”

কর্মকর্তারা জানিয়েছেন, ‘এখন পর্যন্ত তিনটি লাশ পাওয়া গেছে দুর্ঘটনাস্থল থেকে। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।’ 

উদ্ধারকাজের দায়িত্বে থাকা এক কর্মকর্তা জাস্টিন ঘটনা প্রসঙ্গে বলেন, ‘আশেপাশের কাউন্টি থেকে জরুরি সহায়তা দল ঘটনাস্থলে পৌঁছেছে। আহতদের কয়েকজনকে হেলিকপ্টারে করে ট্রমা সেন্টারে নেওয়া হয়েছে।’

এসএ/