পাকিস্তান-নিউজিল্যান্ড-বাংলাদেশ সিরিজের সূচি ঘোষণা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


পাকিস্তান-নিউজিল্যান্ড-বাংলাদেশ সিরিজের সূচি ঘোষণা

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলার প্রস্তাব পেয়ে রাজি হয়েছিল বাংলাদেশ। একই প্রস্তাবে রাজি ছিল পাকিস্তানও। অক্টোবরের সেই ত্রিদেশীয় সিরিজে অংশগ্রহণের বিষয়ে বাংলাদেশের কোনো সমস্যা না থাকলেও, ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের কারণে নিশ্চয়তা দিতে পারছিল না পাকিস্তান। অক্টোবরে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগেই নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি ফরম্যাটে ত্রিদেশীয় সিরিজ অনুষ্ঠিত হবে।

সিরিজের সব পক্ষের সম্মতি পাওয়ার পর এবার সিরিজের সূচি ঘোষণা করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। সিরিজের ফরম্যাট হবে ডাবল হেডার, তথা প্রথম পর্বে তিন দেশই একে অন্যের বিপক্ষে দুইবার করে খেলবে। এরপর সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুই দল মুখোমুখি হবে ফাইনালে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে।

সিরিজের পূর্ণাঙ্গ সূচি

৭ অক্টোবর - বাংলাদেশ বনাম পাকিস্তান, সকাল ৯টা

৮ অক্টোবর - নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, দুপুর ১টা

৯ অক্টোবর - নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ, দুপুর ১টা

১০ অক্টোবর - নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, সকাল ৯টা

১১ অক্টোবর - নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ, সকাল ৯টা

১২ অক্টোবর - বাংলাদেশ বনাম পাকিস্তান, সকাল ৯টা

১৪ অক্টোবর - ফাইনাল, সকাল ৯টা

ত্রিদেশীয় সিরিজে অংশ নেওয়ার জন্য আগামী ৪ অক্টোবর নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা হবে পাকিস্তান ক্রিকেট দল। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড খুব শিগগিরই এ সিরিজের সূচি ঘোষণা করবে। শীর্ষ দুই দল উঠবে ফাইনালে।

এসএ/