‌‘সাদা বলে আমরা ভালো দল’


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


‌‘সাদা বলে আমরা ভালো দল’

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট সিরিজে টাইগারদেরকে ধবল ধোলাই করে সিরিজ জিতলো ক‍্যারিবিয়ানরা। টেস্টে ভরাডুরিব পর বাংলাদেশের চোখ এখন টি-টোয়েন্টি সিরিজে। দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২ জুলাই থেকে। টি-টোয়েন্টির পর ওয়ানডেও খেলবে দুদল। টেস্ট সিরিজ শেষে সাদা বলের সেই দুই সিরিজ নিয়ে কথা বলেছেন সাকিব আল হাসান।

হারের পর সাকিব বলেন, “সাদা বলে আমরা ভালো দল। বিশেষ করে ওয়ানডেতে আমরা বেশ ভারসাম্যপূর্ণ। টি-টোয়েন্টিতেও খুব পিছিয়ে নেই। বাকি দুই সিরিজ নিয়ে আমি খুবই আশাবাদী। যদি আমাদের প্রস্তুতির কথা চিন্তা করেন টি-টোয়েন্টির বিশ্বকাপের, এরপর আমরা এশিয়া কাপ খেলব, তারপর বিশ্বকাপ। আমাদের হাতে খুব একটা সময় নেই। সেই হিসেবে এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সিরিজ। আমার মনে হয়, ওয়েস্ট ইন্ডিজের মতো একটা দলের সাথে টি-টোয়েন্টি খেলতে পারাটা বড় একটা চ্যালেঞ্জ হবে আমাদের।”

বাংলাদেশের অধিনায়ক আরো বলেন, “আমরা যদি এখানে ভালো করতে পারি, তাহলে সেই আত্মবিশ্বাসটা কাজে আসবে শ্রীলঙ্কাতে এশিয়া কাপটা যেখানে হবে। ভালো একটা মাইন্ডসেট নিয়ে যাওয়ার জন্য কাজ করবে শ্রীলঙ্কাতে। আমরা জানি খুবই কঠিন হবে। ভারত, পাকিস্তান, আফগানিস্তান- আমি বলব যে এশিয়ার ভিতরে খুব ভালো টি-টোয়েন্টি দল। আমাদের কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। শ্রীলঙ্কাও এখন ভালো খেলছে, নিয়মিত ভালো খেলছে।”

এসএ/