পদ্মা সেতু পারাপারে বাইকারদের জন্য সুখবর
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২

স্পিড গান, সিসিটিভি স্থাপনের পর পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার (২৮ জুন) দুপুরে সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, “এটা যে অনির্দিষ্টকালীন সিদ্ধান্ত, তা নয়। এটা এখন বন্ধ আছে, মোটরবাইক সম্পর্কে যেটা বলা হয়েছে, সেখানে এখন স্পিড গান, সিসিটিভি মিটার বসানো হবে। সেগুলো সেট আপের পর হয়তো নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে। পদ্মা সেতুর কারণে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ হয়নি। চাহিদা অনুযায়ী ফেরি চলাচল করবে।”
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, “আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ স্থাপনা পদ্মা সেতু। তারমানে এই নয় আমাদের অন্যান্য যোগাযোগ বন্ধ হবে। গতকালও আমাদের শিমুলিয়া, মাঝিঘাট দিয়ে ফেরি চলাচল করেছে। আমাদের যেভাবে চাহিদা থাকবে সেভাবে ব্যবহার করবো। আমরা ফেরি বন্ধ করে দেইনি, সেখানে ৬টি ফেরি চাহিদা অনুযায়ী পারাপার করছে। আমরা সময় নিচ্ছি, পদ্মা সেতু নিয়ে মানুষের আবেগ অনেকভাবে প্রকাশ পাচ্ছে। পজিটিভ-নেগেটিভ অনেক অনুভূতি রয়েছে।”
যাত্রী কম থাকায় লঞ্চ মালিকদের হতাশা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “তিন দিনেই হতাশা এলে হবে না। আমরা তো আশাবাদী। ১০ হাজার কিলোমিটার নৌপথ কেন তৈরি করছি? এটার চাহিদা আছে বলেই করছি। সেজন্য আমাদের শত শত কোটি টাকা ব্যয় করতে হচ্ছে, আমরা তো লক্ষ্য নিয়েই আছি। অপরিকল্পিত দেশ পরিচালনা করছি না। অপ্রয়োজনীয় কিছু প্রধানমন্ত্রী করছেন না। আমি মনে করি লঞ্চ যাত্রা সামনে আরও উপভোগ করবেন। ”
পদ্মা সেতুর নাট-বল্টু খোলার সঙ্গে রাজনীতি দেখছেন কিনা সে প্রসঙ্গে তিনি বলেন, “আমরা দেখেছি একজন নেত্রী যিনি এতিমের টাকা আত্মসাতের জন্য কারাবরণ করছেন। তিনি নিজেই বলেছেন পদ্মা সেতুতে কেউ যাবেন না, ভেঙে পড়বে, এটার নাট বল্টু জোড়াতালির। জোড়াতালির রাজনীতি তো সে রকমই। তার যারা ফলোয়ার আছে, তারা তো এটাকে সত্যই মনে করবেন।”
এর আগে পদ্মা সেতুর উদ্বোধনের পরদিন (২৬ জুন) বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দু’জন। এছাড়াও সেদিন সেতুতে বেশ কিছু বিশৃঙ্খল ঘটনা ঘটে। যার প্রেক্ষিতে সেতুতে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দেয় সেতু কর্তৃপক্ষ। সোমবার সেতুতে মোটরসাইকেল প্রতিরোধ ও পায়ে হেটে সেতুতে প্রবেশ বন্ধে বেশ তৎপর ছিলো আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। দিনভর নিয়োজিত ছিলেন ভ্রাম্যমাণ আদালতও। এদিন কড়াকড়ির কারণে কোনো বিশৃঙ্খল পরিস্থিতির খবর পাওয়া যায়নি।
এসএ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

দগ্ধদের সিএমএইচে চিকিৎসার সর্বশেষ আপডেট জানালো সেনাবাহিনী

নেগেটিভ রক্তের তীব্র সংকট, দাতাদের বার্ন ইনস্টিটিউটে আসার অনুরোধ

নেগেটিভ গ্রুপের রক্তদাতাদের বার্ন ইনস্টিটিউটে আসার অনুরোধ

আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে পাঠানো হবে: আইন উপদেষ্টা
