Logo

মৃত্যুবার্ষিকীতে দাদীর কবরে ঢাদসিক মেয়রের শ্রদ্ধা

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
9Shares
মৃত্যুবার্ষিকীতে দাদীর কবরে ঢাদসিক মেয়রের শ্রদ্ধা
ছবি: সংগৃহীত

মঙ্গলবার (২৮ জুন) প্রয়াত দাদী শেখ আছিয়া বেগমের ১৫তম মৃত্যুবার্ষিকীতে তাকে সপরিবারে পরম শ্রদ্ধায় স্মরণ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র...

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ জুন) প্রয়াত দাদী শেখ আছিয়া বেগমের ১৫তম মৃত্যুবার্ষিকীতে তাকে সপরিবারে পরম শ্রদ্ধায় স্মরণ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার (২৮ জুন) বিকালে বনানী কবরস্থানে শায়িত শেখ আছিয়া বেগমের কবরে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস সপরিবারে শ্রদ্ধা নিবেদন করেন। 

বিজ্ঞাপন

পুষ্পার্ঘ্য অর্পণের পর পরিবারবর্গ সহকারে ঢাদসিক মেয়র মরহুম শেখ আছিয়া বেগমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন। 

এ সময় ঢাদসিক মেয়রের সহধর্মিণী আফরিন তাপস, দুই সন্তান - শেখ ফজ‌লে নাওয়াল ও শেখ ফজলে নাশওয়ান উপস্থিত ছিলেন।   
উল্লেখ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেজ বোন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,  বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির মাতা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের প্রয়াত দাদী শেখ আছিয়া বেগম ২০০৭ সালের ২৮ জুন ইন্তেকাল করেন। 

এসএ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD