মৃত্যুবার্ষিকীতে দাদীর কবরে ঢাদসিক মেয়রের শ্রদ্ধা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


মৃত্যুবার্ষিকীতে দাদীর কবরে ঢাদসিক মেয়রের শ্রদ্ধা

মঙ্গলবার (২৮ জুন) প্রয়াত দাদী শেখ আছিয়া বেগমের ১৫তম মৃত্যুবার্ষিকীতে তাকে সপরিবারে পরম শ্রদ্ধায় স্মরণ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার (২৮ জুন) বিকালে বনানী কবরস্থানে শায়িত শেখ আছিয়া বেগমের কবরে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস সপরিবারে শ্রদ্ধা নিবেদন করেন। 

পুষ্পার্ঘ্য অর্পণের পর পরিবারবর্গ সহকারে ঢাদসিক মেয়র মরহুম শেখ আছিয়া বেগমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন। 

এ সময় ঢাদসিক মেয়রের সহধর্মিণী আফরিন তাপস, দুই সন্তান - শেখ ফজ‌লে নাওয়াল ও শেখ ফজলে নাশওয়ান উপস্থিত ছিলেন।   
উল্লেখ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেজ বোন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,  বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির মাতা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের প্রয়াত দাদী শেখ আছিয়া বেগম ২০০৭ সালের ২৮ জুন ইন্তেকাল করেন। 

এসএ/