একসাথে ৫ জোড়া সন্তানের জন্ম দিলেন সৌদি নারী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


একসাথে ৫ জোড়া সন্তানের জন্ম দিলেন সৌদি নারী

আন্তর্জাতিক ডেস্ক: বিশাল আনন্দঘন মুহূর্তের সাক্ষী হয়েছে সৌদি আরব। একসাথে ৫ জোড়া সন্তানের জন্ম দিয়ে রীতিমতো হৈচৈ ফেলে দিলেন সৌদি আরবের এক নারী। দেশটিতে গত ১২ জানুয়ারি এক নারী একসঙ্গে ৫ জোড়া অর্থাৎ ১০টি সন্তানের জন্ম দিয়েছেন।  বুধবার (১৯ জানুয়ারি) সৌদি গেজেট প্রকাশ করে এই খবর।

সংবাদমাধ্যমটি জানায়, ১২ জানুয়ারি রাজধানী রিয়াদের কিং সালমান আমর্ড ফোর্সেস হাসপাতালে স্বাভাবিক উপায়েই শিশুদের প্রসব করেন মা। চিকিৎসকরা জানিয়েছেন, ৩৪ বছরের ঐ নারী বর্তমানে সম্পূর্ণ সুস্থ। শিশুদের ৯০০ থেকে ১১শ’ গ্রামের মধ্যে ওজন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গর্ভধারণের ২৮ সপ্তাহের মাথায় ঐ নারী সন্তান জন্ম দিয়েছেন। টুইটারে খবরটি শেয়ার করেছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও। তবে কোথাও দেয়া হয়নি নবজাতকদের ছবি।

এক প্রতিবেদনে জানানো হয়েছে, ওই নারী ৫ জোড়া সুস্থ সন্তানের জন্ম দিয়েছেন। শিশুদের ওজন ৯৫০ গ্রাম থেকে ১ হাজার ১০০ গ্রামের মধ্যে।
গর্ভধারণের ২৮ সপ্তাহের মাথায় ওই নারী সন্তান প্রসব করেন। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক নেটওয়ার্কিং সাইট টুইটারে তাদের অফিসিয়াল অ্যাকাউন্টের মাধ্যমে নাগরিকদের সঙ্গে এই আনন্দের খবর শেয়ার করেছে। ওই টুইটারের ফলোয়াররা মেডিকেল কর্মীদের ব্যাপক প্রশংসা করেছেন। এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, একটি দুর্দান্ত দলের অভাবনীয় সাফল্য এটি।

 তিনি বলেন, আল্লাহ তাদের সফলতা দিন। এছাড়া হাসপাতালের পরিচালকের প্রতিও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অনেকেই। দেশটির অন্যতম বড় হাসপাতাল কিং সালমান আর্মড ফোর্সেস হসপিটাল। ১৯৮০ সালে এটি প্রতিষ্ঠিত হয়।

এসএ/