বিয়ে করলেন প্রাক্তন স্বামী, শুভেচ্ছা জানালেন ফারিয়া
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া ভালোবেসে বিয়ে করেছিলেন হারুনুর রশীদ অপুকে। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে তাদের বিয়ে হয়। ধুমধাম আয়োজনে নতুন জীবন শুরু করেন দুজন। কিন্তু দুই বছর না যেতেই সম্পর্কে ইতি টানেন তারা। বিবাহবিচ্ছেদ করেন অপু-ফারিয়া দম্পতি।
সবকিছু পেছনে ফেলে ফের বিয়ে করলেন হারুনুর রশীদ অপু। তিনি। গতকাল বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে জানা যায়। তবে কনের নাম জানা যায়নি।
এদিকে স্ত্রীর সঙ্গে তোলা বিয়ের ছবি পোস্ট করে প্রাক্তন স্বামীকে শুভেচ্ছা জানিয়েছেন শবনম ফারিয়া। ফেসবুক স্টোরিতে এ ছবি শেয়ার করেন তিনি। তাতে এ অভিনেত্রী লিখেছেন—‘অভিনন্দন, শুভ কামনা।’
অপু তার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভ করে রেখেছেন। তবে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখনো সচল। স্টোরিতে নববধূর একটি ছবি শেয়ার করেছেন অপু। তা ছাড়াও অপুর বন্ধু সরফরাজ ইয়াসীন আব্দুল্লাহ বিয়ের একটি ছবি পোস্ট করেছেন তার ফেসবুকে। ক্যাপশনে লিখেছেন—‘বন্ধুর বিয়ে। অপু, তোমার জন্য আশীর্বাদ।’
ওআ/