‘মিস ইন্ডিয়া’ মুকুট জিতলেন সিনি শেঠি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


‘মিস ইন্ডিয়া’ মুকুট জিতলেন সিনি শেঠি

‘মিস ইন্ডিয়া- ২০২২’মুকুট জিতেছেন কর্নাটকের সিনি শেঠি । ৩১ জন ফাইনালিস্টকে হারিয়ে এই দুর্দান্ত জয় পান তিনি। এতে প্রথম রানার আপ হয়েছেন রাজস্থানের রুবাল শেখাওয়াত ও দ্বিতীয় রানার আপ হয়েছেন উত্তর প্রদেশের শিন্তা চৌহান।

রবিবার (৩ জুলাই) সন্ধ্যায় মুম্বাইয়ের জিও কনভেনশনে হলে বসেছিল ২০২২ সালের মিস ইন্ডিয়া প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। বিচারকদের প্যানেলে ছিলেন- নেহা ধুপিয়া, মালাইকা অরোরা, ডিনো মোরিয়া, মিতালি রাজের মতো তারকারা।

Who is Sini Shetty, The 21-Year-Old Karnataka Girl Crowned Miss India 2022? - See Stunning Pics

২১ বছরের সিনি শেঠি চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্ট (সিএফএ)-এর কোর্স করছেন। এর পাশাপাশি তিনি নাচতেও খুব পছন্দ করেন। ভরতনাট্যম শিখছেন তিনি।

ওআ/