উইম্বলডন টেনিসের শেষ আটে জোকোভিচ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২

উইম্বলডন টেনিসের শেষ আটে জোকোভিচ
ছয়বারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ রবিবার তার ১৩ তম উইম্বলডন কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। উইম্বলডন টেনিসের চতুর্থ রাউন্ডে টিম ভ্যানকে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছেন র্যাংকিং সেরা নোভাক জোকোভিচ।
তবে প্রি-কোয়ার্টার ফাইনালে কঠিন লড়ায়ের মুখে পড়তে হয় বিশ্বের এক নম্বর তারকাকে। প্রথম সেট ৬-২ গেমে জিতলেও পরের সেটে হারতে হয় ৪-৬ গেমে। অবশ্য তৃতীয় এবং চতুর্থ সেটে আর সুযোগ দেননি জোকোভিচ।
এদিকে ইনজুরিতে আক্রান্ত রজার ফেদেরা। তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই শেষের দুই সেট ৬-১ ও ৬-২ ব্যবধানে জিতে শেষ আটে পা রাখলেন এই সার্বিয়ান তারকা।
ঘাসের কোর্টে টানা ২৫ ম্যাচে জয় এবং ১৩তম বার উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে উঠলেন জোকোভিচ।
এসএ/