বাবা হারালেন শেহতাজ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


বাবা হারালেন শেহতাজ

বাবা হারালেন মডেল-অভিনেত্রী শেহতাজ মুনিরা হাশেম।
 
সোমবার (৪ জুলাই) দিবাগত রাত ২টায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শেহতাজের বাবা মো. আবুল হাশেম মিয়া (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।

বিষয়টি নিশ্চিত করেছেন শেহতাজের মা শাহীনা খন্দকার।

তিনি বলেন, ‘গতকাল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর দ্রুত আমরা হাসপাতালে নিয়ে যাই। সেখানে তিনি হৃদরোগে আক্রান্ত হন। খুব একটা সময় আমরা পাইনি। রাতেই তিনি পরপারে চলে গেলেন। আমার মেয়েটা বাবা হারা হয়ে গেল।’

শেহতাজের বাবা ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। তা ছাড়া একদম সুস্থ ছিলেন আবুল হাশেম। দোয়া চেয়ে শেহতাজের মা বলেন—‘আপনারা সবাই উনার জন্য দোয়া করবেন। তিনি খুব ভালো মানুষ ছিলেন। আমার মেয়েটা বাবা হারা হয়ে গেল।’

জানা যায়, বর্তমানে ঢাকার শ্যামলীর নিজ বাসায় রাখা হয়েছে শেহতাজের বাবার মরদেহ। আজ বাদ যোহর তাদের বাসা সংলগ্ন একটি মসজিদে জানাজা শেষে রায়েরবাজার কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

ওআ/