‘দিন : দ্য ডে’ দেখে দর্শকদের হতাশ, প্রশংসা কুড়াচ্ছে পরাণ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


‘দিন : দ্য ডে’ দেখে দর্শকদের হতাশ, প্রশংসা কুড়াচ্ছে পরাণ

ঈদুল আজহা উপলক্ষে রোববার তিনটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এর মধ্যে অনন্ত জলিলের ‘দিন : দ্য ডে’, নির্মাতা রায়হান রাফির ‘পরাণ’ ও অনন্য মামুনের ‘সাইকো’। সিনেমাগুলোর মধ্যে হল সংখ্যায় এগিয়ে ‘দিন: দ্য ডে’, এরপর মাত্র ১১টি হলে ‘পরাণ’ এবং ১৭ টি হলে ‘সাইকো’।

হল সংখ্যার দিক থেকে সবচেয়ে এগিয়ে ছিল অনন্ত জলিল অভিনীত ‘দিন: দ্য ডে’ এগিয়ে থাকলেও দর্শকদের কাছে প্রশংসা কুড়াচ্ছে পরাণ। কিন্তু আরেকটি সিনেমা সাইকো নিরবেই চলছে।

হল সংখ্যার দিক থেকে সবচেয়ে এগিয়ে ছিল অনন্ত জলিল অভিনীত ‘দিন: দ্য ডে’ এগিয়ে থাকলেও দর্শকদের কাছে প্রশংসা কুড়াচ্ছে পরাণ। কিন্তু আরেকটি সিনেমা সাইকো নিরবেই চলছে।

ঈদের দিনের তুলনায় ঈদের দ্বিতীয়দিন দর্শক বাড়লেও অনন্ত জলিলের দিন দ্য ডে’র চেয়ে এগিয়ে পরাণ সিনেমাটি। বিগ বাজেটের ‘দিন: দ্য ডে’ দেখে বেশিরভাগ দর্শকই হতাশা প্রকাশ করেছেন। দ্বিতীয়দিন সিনেমাটি দেখতে দর্শক এসেছিলেন রাজধানীর বিভিন্ন প্রেক্ষাগৃহে। বিকেলের শোতে দর্শক সংখ্যা ছিল বেশ।

এদিকে ঈদের দ্বিতীয় দিন রায়হান রাফির পরাণ সিনেমাটির দর্শক সংখ্যা বেড়ে যাওয়ায় অনেকে টিকিট পাচ্ছেন না। অনেকেই সিনেমা দেখতে এসে টিকিট না পেয়ে ফিরে যাচ্ছেন। কেউ বা আগামীকালের জন্য অগ্রিম টিকিটও কাটছেন।

অপর দিকে, অনন্য মামুন পরিচালিত এবং পূজা চেরি ও রোশান অভিনীত ‘সাইকো’ সিনেমা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তেমন কোনো আলোচনা হচ্ছে না। 

ওআ/