ইয়েমেনের কারাগারে সৌদি জোটের বিমান হামলা, শতাধিক নিহত


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ইয়েমেনের কারাগারে সৌদি জোটের বিমান হামলা, শতাধিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সা’দাহ প্রদেশের একটি কারাগারে বিমান হামলা চালিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। অন্তত শতাধিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকশো মানুষ। উদ্ধার অভিযান এখনো অব্যাহত থাকায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। 

সৌদি জোটের বিমান হামলার প্রতিবাদে রাজধানী সানায় বিক্ষোভ করেছেন কয়েক হাজার মানুষ। হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ।
খবর বিবিসির।  

শুক্রবার ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় সাদা প্রদেশে হুতিবিদ্রোহী নিয়ন্ত্রিত একটি অস্থায়ী কারাগারে বিমান হামলা চালায় সৌদি জোট। মাটির সঙ্গে মিশে যায় পুরো কারাগার। ধ্বংসযজ্ঞের পরপরই শুরু হয় উদ্ধার তৎপরতা। ভেতর থেকে বের হতে থাকে একের পর এক মরদেহ। কারাগারটিতে ইয়েমেনিদের পাশাপাশি বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদেরও বন্দি রাখা ছিল। নিহতদের মধ্যে আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এখনও ভেতরে অনেকেই আটকা পড়ে আছে বলে জানা গেছে। অলাভজনক সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস এ তথ্য দিয়েছে। সংস্থাটির হাসপাতালে দুই শতাধিক আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শুক্রবারের হামলার ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। তিনি বলেছেন, “উত্তেজনাকর পরিস্থিতি বন্ধ করতে হবে।”

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনও ইয়েমেনে পরিস্থিতি স্বাভাবিক করার আহ্বান জানিয়েছেন।

হামলার সময় প্রায় গোটা ইয়েমেনে ইন্টারনেট বন্ধ ছিল। হুতি মিলিশিয়া কর্তৃপক্ষ এজন্য টেলিকমিউনিকেশন স্থাপনায় হামলা হয়েছে বলে অভিযোগ তুলছে।

অন্যদিকে, সৌদি আরব হুদায়দাহ এলাকায় বিমান হামলার কথা স্বীকার করলেও সা’দাহ শহরে হামলার তথ্য সত্য নয় বলে জোটের পক্ষ থেকে দাবি করা হয়েছে। গত সোমবার হুতিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) তিন জন নিহতের ঘটনার পর সৌদি জোট এ হামলা চালিয়েছে।

২০১৫ সাল থেকে ইয়েমেনে শিয়া মতাদর্শের মিলিশিয়া গোষ্ঠী হুতি’র বিরুদ্ধে যুদ্ধ করে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। এ যুদ্ধে এখন পর্যন্ত লাখো মানুষের মৃত্যু হয়েছে। সরাসরি যুদ্ধের প্রভাবে ১০ হাজারের বেশি শিশু হতাহত হয়েছে।

যুদ্ধের ফলে ইয়েমেনের লাখ লাখ মানুষকে ঘরবাড়ি ছেড়ে উদ্বাস্তু হতে হয়েছে এবং বিপুল মানুষ ক্ষুধার যন্ত্রণা নিয়ে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে বসবাস করছে।

এর আগে, হোদেইদা বন্দরের দক্ষিণ দিকে একটি টেলিযোগাযোগ স্থাপনায় বিমান হামলা চালায় সৌদি জোট। এতে প্রাণ হানায় তিন শিশু। এরপর থেকেই ইয়েমেনজুড়ে বন্ধ রয়েছে ইন্টারনেট সংযোগ।

এদিকে, নিরীহ মানুষের ওপর একের পর এক বিমান হামলার প্রতিবাদে রাজধানী সানায় বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। ইয়েমেনের জাতীয় পতাকা হাতে সৌদি সামরিক জোটের আগ্রাসনের তীব্র নিন্দা জানান তারা। সাধারণ মানুষের পাশাপাশি হুতি বিদ্রোহীরাও অস্ত্র হাতে নিয়ে বিক্ষোভে অংশ নেন।

এসএ/