মুম্বাইয়ে ২০তলা ভবনে আগুন, মৃত ৭


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


মুম্বাইয়ে ২০তলা ভবনে আগুন, মৃত ৭

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে একটি ২০তলা ভবনে ভয়াবহ আগুনে সাতজনের পাণহানির ঘটনা ঘটেছে। এসময় আরও অন্তত ১৫ জন আহত হয়েছে।

স্থানীয় সময় শনিবার (২২ জানুয়ারি) সকাল ৭টার দিকে মুম্বাইয়ের তার্দেও এলাকায় ঘটনা ঘটে।

এনডিটিভি প্রতিবেদনে বলা হয়েছে,শনিবার সকাল টায় মুম্বাইয়ের ভাটিয়া হাসপাতালের পাশে কমলা বিল্ডিংয়ের ১৮ তলায় আগুনের সূত্রপাত ঘটে

প্রতিবেদনে বলা হয়েছে অগ্নিকাণ্ডে আহত পনের জনের মধ্যে জনের অবস্থা গুরুতর এবং তাদের কাছাকাছি হাসপাতালের আইসিইউতে ভর্তি  করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আগুণ নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৩ টি ইঞ্জিন ৭টি পানির জেটি কাজ করছে।

মুম্বাইয়ের মেয়র কিশোরী পেদনেকার সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন,ছয়জন বয়স্ক লোকের অক্সিজেন সহায়তার প্রয়োজন তাই তাদের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।তিনি বলেন, আগুন নিয়ন্ত্রনে আছে কিন্তু ধোঁয়া প্রচন্ড।সব মানুষকে উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

ওআ/