শ্রীলঙ্কার মতো পরিস্থিতি হতে পারে বাংলাদেশের: আইএমএফ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
বিরাট আর্থিক সংকট ও রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত শ্রীলঙ্কার মতো সংকটময় পরিস্থিতির মুখোমুখি হতে পারে বাংলাদেশসহ এশিয়ার আরও বেশ কয়েকটি দেশ। এবার স্বয়ং এই শঙ্কার কথা জানালো আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ।
আইএমএফের প্রতিবেদনে বলা হয়েছে, ‘বৈদেশিক মুদ্রা না থাকায় লঙ্কান সরকার আমদানি করতে পারছেন না খাবার, জ্বালানি এমনকি ওষুধের মতো অতি প্রয়োজনীয় পণ্যও। এক বছরের ব্যবধানে খাবারের দাম বেড়েছে ৮০ শতাংশ পর্যন্ত।’
আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিভা বলেন, “যেসব দেশের উচ্চমাত্রার ঋণ আছে এবং নীতিমালার পরিসর সীমিত তাদেরকে পড়তে হবে বাড়তি চাপের মুখে। সেসব দেশের জন্য শ্রীলঙ্কার পরিস্থিতি একটি সতর্ক বার্তা বলেও মন্তব্য করেন।”
আইএমএফের তথ্য দিয়ে করা বিবিসির একটি প্রতিবেদনে প্রকাশিত তালিকায় বাংলাদেশ ছাড়াও রয়েছে, পাকিস্তান, লাওস ও মালদ্বীপের নাম। বলা হচ্ছে, বাংলাদেশে গত ৮ বছরের মধ্যে মে মাসে সর্বোচ্চ ৭ দশমিক ৪২ শতাংশে পৌঁছেছে মূল্যস্ফীতির হার।
রিজার্ভের পরিমাণ কমতে থাকায় এরই মধ্যে সরকার অপ্রয়োজনীয় পণ্যের আমদানি বন্ধ করার নীতি অনুমোদন দিয়েছে। প্রবাসীদের আয় (রেমিট্যান্স) দেশে পাঠানোকে উৎসাহিত করতে এ-সংক্রান্ত নীতিমালা আরও সহজ করেছে সরকার। সেই সঙ্গে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ কমিয়ে আনা হয়েছে।
এসএ/