শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন গুনাবর্ধনে
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের অধীনে দেশটির প্রধানমন্ত্রী হচ্ছেন সংসদ নেতা ও পার্লামেন্ট সদস্য দিনেশ গুনাবর্ধনে। রাজাপাকসেদের রাজনৈতিক দল শ্রীলঙ্কা পোদুজানা পেরামুনার (এসএলপিপি) নেতা হলেন দিনেশ।
বুধবার (২০ জুলাই) শ্রীলঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিরর অনলাইন এ খবর দিয়েছে।
এর আগে বুধবার দুপুরে রনিল বিক্রমাসিংহে দেশটির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। পার্লামেন্টে রনিলের নিজের দলের কোনো এমপি না থাকলেও এসএলপিপির এমপিরা তাঁকে সমর্থন দিয়েছেন। তবে, রাজাপাকসে পরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বলে রনিল দেশটির জনগণের কাছে অজনপ্রিয়।
এদিন ১৩৪ ভোট পেয়ে রনিল প্রেসিডেন্ট নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ডুলাস আলাহাপেরুমা পান ৮২ ভোট। আর বামপন্থি ন্যাশনাল পিপলস ফোর্সের অনুরা কুমারা দিসানায়েক পেয়েছেন মাত্র ৩ ভোট। প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই প্রধানমন্ত্রী নিয়োগের প্রক্রিয়া শুরু করলেন রনিল।
এসএ/