ইরাকে তুর্কি বিমান হামলায় নিহত ৮
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
মধ্যপ্রাচ্যের দেশ ইরাকের উত্তরাঞ্চলে তুরস্কের বিমান হামলায় ৮ জন নিহত হয়েছেন এবং এ ঘটনায় আরো ২০ জনের বেশি আহত হয়েছে। জানা গেছে, নিহত ও আহতদের সকলে পর্যটক ছিল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা স্থানীয় কর্মকর্তা ও সেনাবাহিনীর বরাত এ খবর জানিয়েছে।
বুধবার (২০ জুলাই) কুর্দিস্তানের জাখো জেলার মেয়র মুশির মুহাম্মদ অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বলেন, “কুর্দি-নিয়ন্ত্রণাধীন অঞ্চলের জাখো জেলার বারাখের রিসোর্ট এলাকায় অন্তত চারটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। হতাহতদের সবাই ইরাকের নাগরিক।”
জাখোর স্বাস্থ্য কর্মকর্তা আমির আলী বলেন, “নিহতদের মধ্যে তিন জন পুরুষ, তিন জন নারী এবং দুটি শিশু রয়েছে।”
এ এলাকায় গ্রীষ্মে ইরাকের বিভিন্ন এলাকা থেকে প্রচুর পর্যটক আসেন। কেননা, এলাকাটি তুলনামূলকভাবে ঠান্ডা। আর, জাখোর পর্যটন স্থানগুলো তুরস্কের সামরিক ঘাঁটির কাছাকাছি।
ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাদিমি পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসাইনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পাঠিয়েছেন এবং ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।
তুরস্ক উত্তর ইরাকে নিয়মিত হামলা চালিয়ে আসছে। কর্মকর্তারা বলছেন, নিয়মিত হামলার মধ্যে বুধবার এ এলাকায় প্রথমবারের মতো পর্যটক নিহত হওয়ার ঘটনা ঘটল।
এসএ/