উত্তরপ্রদেশে বজ্রপাতে ১৪ জন নিহত
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ভারতের উত্তরপ্রদেশে পৃথক বজ্রপাতের ঘটনায় অন্তত ১৪ জন নিহত। এ ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন। বুধবার (২০ জুলাই) উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে এই দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভি’র।
কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার (২১ জুলাই) ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ‘বুধবার উত্তরপ্রদেশে পৃথক ঘটনায় বজ্রপাতে অন্তত ১৪ জন নিহত এবং আরও ১৬ জন আহত হয়েছেন। এছাড়া বজ্রপাতে প্রাণহানির ঘটনায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃত ব্যক্তিদের প্রত্যেকের পরিবারকে চার লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন।’
ত্রাণ কমিশনারের অফিসের দেওয়া বর্ণনা অনুযায়ী, ‘বুধবার বজ্রপাতে উত্তরপ্রদেশের বান্দায় চারজন, ফতেহপুরে দু’জন এবং বলরামপুর, চান্দৌলি, বুলন্দশহর, রায়বেরেলি, আমেঠি, কৌশাম্বি, সুলতানপুর এবং চিত্রকুট জেলায় একজন করে মৃত্যুর খবর পাওয়া গেছে।’
এক বিবৃতিতে দপ্তরটি জানিয়েছে, ‘মুখ্যমন্ত্রী আদিত্যনাথ বজ্রপাতে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটদের অবিলম্বে নিহতদের পরিবারকে চার লাখ রুপি করে প্রদানের নির্দেশ দিয়েছেন। এছাড়া মুখ্যমন্ত্রী আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।’
এর আগে গত ১৯ জুন খারাপ আবহাওয়া ও এর জেরে হওয়া বজ্রপাতে ভারতে একদিনেই ৩০ জনের মৃত্যু হয়েছিল। এর মধ্যে এক বিহার রাজ্যেই মৃত্যু হয়েছিল ১৭ জনের। এছাড়া জুলাই মাসের শুরুতে বিহারে একদিনে বজ্রপাতে আরও ১০ জনের প্রাণহানি হয়।
এসএ/