দল হিসেবে খেলতে চাই, পরিবারের মতো যেন থাকতে পারি: সোহান


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


দল হিসেবে খেলতে চাই, পরিবারের মতো যেন থাকতে পারি: সোহান

প্রত্যেক খেলোয়াড়েরই স্বপ্ন থাকে দেশকে নেতৃত্ব দেয়ার। নুরুল হাসান সোহান এবার বাংলাদেশের লাল-সবুজ দলের অধিনায়ক। অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সোহান বলেন, সব সময়ই আমার চাওয়া একটি দল হিসেবে খেলার। আর সেই চাওয়াটাই থাকবে। একটা পরিবারের মতো যেন থাকতে পারি, সেটিই জরুরি। 

গত ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে এ পর্যন্ত বাজে পারফর্ম আর সঠিক নেতৃত্ব দিতে ব্যর্থ হওয়ায় সরিয়ে দেয়া হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে। শুধু নেতৃত্বই হারাননি রিয়াদ, দলে জায়গাও হারিয়েছেন। অনেকটা বাধ্যতামূলক ছুটি দেয়া হয়েছে দলের অভিজ্ঞ এই খেলোয়াড়কে।

জাতীয় দলের নেতৃত্ব পেয়ে উচ্ছ্বসিত নন, বরং দলের এবং নিজের সেরাটা দেয়ার অপেক্ষায় সোহান। জিম্বাবুয়ে সফরে যাবার আগে রোববার সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আলহামদুলিল্লাহ, এটা অবশ্যই গর্বের ব্যাপার। বাট আমার কাছে মনে হয় যে, সামনে যে চ্যালেঞ্জটা আছে সেটা নিয়ে চিন্তা ভাবনা করছি। তো আসলে, অতি উৎসাহী হবার কোনও সুযোগ নেই। আমার কাছে মনে হয় যে, দল এবং নিজের সেরাটা দেয়াই মূল লক্ষ্য।’

নেতা সোহানের লক্ষ্য জিম্বাবুয়েতে যেন একটা টিম হিসেবে খেলা। ঘরোয়া ক্রিকেটে লম্বা সময় ধরে নেতৃত্ব দেয়া সোহান দল হিসেবে খেলার উদাহরণ দিয়ে বলেছেন, ‘ঘরোয়া ক্রিকেটে আমি যতটা চেষ্টা করেছি সেটা যাতে টিম হিসেবে খেলা যায়। অবশ্যই জিম্বাবুয়ে সিরিজেও লক্ষ্য থাকবে একটা দল হিসেবে খেলার। আমার কাছে মেইন ব্যাপারটা দলের পরিবেশ। সবাই তো আর প্রতিদিন পারফর্ম করবে না, তো দলে যারাই থাকব একজনের সফলতা যেন অন্যরা সবাই উপভোগ করি। আমার কাছে মনে হয় যে এই সংস্কৃতিটা এবং দল হিসেবে খেলাটা গুরুত্বপূর্ণ।

আরএক্স/