বাংলাদেশের পতাকা নিয়ে পাকিস্তানের কোনও অসৎ উদ্দেশ্য নেই: পররাষ্ট্রমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


বাংলাদেশের পতাকা নিয়ে পাকিস্তানের কোনও অসৎ উদ্দেশ্য নেই: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও পাকিস্তানের পতাকাকে একসঙ্গে করে পাকিস্তান দূতাবাসের ফেসবুক পেজে ছবি আপলোড করা হয়েছে সেটির বিষয়ে আপত্তি জানানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তবে এর পেছনে তাদের অসৎ কোনও উদ্দেশ্য নেই বলেও উল্লেখ করেছেন তিনি। তারপরও এটি তারা সরিয়ে ফেলবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী।

রবিবার (২৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘ডিএইচ পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘তাদের কোনও ধরনের অসৎ উদ্দেশ্য নেই। আমরা তাদের বলেছি যে, এখানে এটি বাদ দিলেই ভালো হয়। আমরা আশা করি, তারা আমাদের কথা শুনে এটি সরিয়ে ফেলবে।’

পররাষ্ট্রমন্ত্রীর সংবাদ সম্মেলন শেষ হওয়ার আগেই বাংলাদেশের পতাকাযুক্ত ছবি সরিয়ে নেয় পাকিস্তান হাইকমিশন।

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শনিবার (২৩ জুলাই) বিকেল ৫টার মধ্যে বাংলাদেশের পতাকাযুক্ত ছবি সরিয়ে নিতে নির্দেশনা দেওয়া হয় পাকিস্তান হাইকমিশনকে। ঢাকার নির্দেশনার পরও কেন হাইকমিশন পতাকা সরায়নি-এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাতে অফিসে নিশ্চয়ই লোকজন থাকে না।

ঢাকার পাকিস্তান হাইকমিশন গত বৃহস্পতিবার (২১ জুলাই) তাদের অফিসিয়াল ফেসবুক পেজের কভার ফটো হিসেবে আপলোড করে বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা। সেখানে গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা একীভূত করে প্রকাশ করা হয়।

এটি প্রকাশ করার পর বিভিন্ন মহলে তীব্র সমালোচনা শুরু হয়, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে এরইমধ্যে আপত্তি তুলেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।

ওআ/