দেশের উন্নয়নে খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: স্বাস্থ্যমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


দেশের উন্নয়নে খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, “খাদ্য ও পানির কোন বিকল্প নাই। খাদ্যের একদিন দুদিন যদি অভাব ঘটে তাহলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। পানিও আমাদের জীবনের জন্য খুবই প্রয়োজন হয়। সকল প্রাণীর জন্য প্রয়োজন।”
 
রবিবার (২৪ জুলাই) দুপুরে মানিকগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, “আমদের পানির উৎসগুলো নষ্ট করা যাবে না, খালবিল ভরাট করা যাবে না। তাহলে মাছ উৎপাদন করা সম্ভব হবে না। দেশের উন্নয়ন করতে হলে খাদ্য উৎপাদন বাড়াতে হবে এবং পানি রক্ষা করতে হবে।”

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুহাম্মাদ আব্দুল লতিফ এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাফিজুর রহমান, পৌর মেয়র রমজান আলী, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল,  সিভিল সার্জন ডাঃ মোয়াজ্জেম আলী চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইফুর রহমান সহ অন্যান্যরা।

এসএ/