জামদানি শাড়িতে ঢাকা মাতালেন ওটিলিয়া


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


জামদানি শাড়িতে ঢাকা মাতালেন ওটিলিয়া

ঢাকার দর্শকদের মাতিয়েছেন বিশ্বজুড়ে সাড়া জাগানো রোমানিয়ান পপ শিল্পী ওটিলিয়া ব্রুমা। শনিবার (২৩ জুলাই) একটি অনুষ্ঠানে অংশ নিয়ে নেচে-গেয়ে হাজারো দর্শককে মাতিয়েছেন এই সংগীতশিল্পী। ওই অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্ত ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে এটাই ছিল তার প্রথম লাইভ কনসার্ট।

এদিকে কনসার্টের পরদিনই ধরা দিলেন অন্যরুপে। শাড়ি পরা ছবি পোস্ট করে চমকে দিয়েছেন সবাইকে।

রবিবার (২৪ জুলাই) দুপুরে নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন গায়িকা। সেখানে তাকে দেখা গেল, টুকটুকে লাল শাড়িতে। ছবির ক্যাপশনে ওটিলিয়া লিখেছেন, ‘বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক।’

ফেসবুকে মাত্র ১ ঘণ্টায় ওটিলিয়ার শাড়ি পরা ছবিতে ৯২ হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে। মন্তব্যের সংখ্যা ছাড়িয়েছে ১১ হাজার। মন্তব্য ও রিঅ্যাকশনে বাঙালিদের সংখ্যাই বেশি। বোঝাই যাচ্ছে, ঢাকাই শাড়িতে ওটিলিয়ার রূপে মুগ্ধ বাঙালিরা।

উল্লেখ্য, গতকাল ‘নোকিয়া জি২১’ ফোনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন ওটিলিয়া। অনুষ্ঠান শেষে পারফর্ম করেছেন ‘ওটিলিয়া লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্টে।

ওআ/