জ্বালানি সংকট বাড়বে কি না এখনই বলা যাচ্ছে না: কাদের


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


জ্বালানি সংকট বাড়বে কি না এখনই বলা যাচ্ছে না: কাদের

জ্বালানি সংকট বাড়বে কি না তা এখনই বলা যাচ্ছে না বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (২৫ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘জ্বালানি সংকট আরও বাড়বে কি না তা এখনই বলা যাচ্ছে না। পরিস্থিতি মোকাবিলায় সরকার উদ্যোগ নিয়েছে। আশা করি মোকাবিলা করা যাবে।’

সংকট নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে এ পর্যন্ত দেশ পরিচালনায় সংকটে তিনি ট্রাবলশ্যুটার, যে কারণে আমরা বিষয়গুলো এখনও সামাল দিতে পারছি। খাদ্যের আমাদের সমস্যা নেই, তবে জ্বালানি নিয়ে আমরা এখন কিছু পদক্ষেপ নিয়েছি। তাতে আমার মনে হয় পরিস্থিতি সামাল দিতে পারব, তবে প্রধানমন্ত্রী আজকেও বলেছেন আমাদের এগুলো মেইনটেইন করতে হবে, কৃচ্ছ্রসাধন করতে হবে। সবাইকে তিনি এ কথা বলে দিয়েছেন। কারণ সংকটটা যদি আরও খারাপ দিকে যায়, তখন তো আমাদেরও সে জন্য প্রস্তুত থাকতে হবে। উই হ্যাভ টু ওভার কাম।’

বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ হবে কি না, তা নিয়ে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, ‘এ বিষয়ে কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। আন্দোলন করতে গেলে চাও খাওয়ানো যেতেই পারে। এটা এমন কিছু নয়। আওয়ামী লীগ মনেপ্রাণে চায় নির্বাচনে বিএনপি আসুক, থাকুক।’

ওআ/