শুক্রবার ২৪ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘হাওয়া’


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


শুক্রবার ২৪ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘হাওয়া’

মুক্তি পেতে যাচ্ছে মেজবাউর রহমান সুমনের প্রথম চলচ্চিত্র ‘হাওয়া’। কৌতূহল, আতঙ্ক ও রহস্যে ঘেরা সিনেমাটি মুক্তির আগে থেকেই আছে আলোচনায়।

আগামী ২৯ জুলাই মুক্তি পাচ্ছে কাঙ্ক্ষিত এই সিনেমা। গত ১ এপ্রিল সিনেমার প্রথম পোস্টার ও ৭ জুন সিনেমার ট্রেলার প্রকাশ করা হয়। যা দেখে সিনেমাটি নিয়ে দর্শকদের মনে আগ্রহের মাত্রা বেড়ে যায়। অন্যদিকে এই সিনেমার একটি গান ‘সাদা সাদা কালা কালা’ বৃহস্পতিবার (৭ জুলাই) রাত ৮টায় প্রকাশ করা হয়েছে। গানের মাধ্যমে দর্শকের মনে বিপুল উন্মাদনা তৈরি করেছে সিনেমাটি।

জানা গেছে, দেশের ২৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘হাওয়া’। নির্মাতা মেজবাউর রহমান সুমন বলেন, ‘মোট ২৪টি হল চূড়ান্ত হয়েছে। আগামীকালের মধ্যে আমরা হলের তালিকা প্রকাশ করব। আসলে আমরা নিজেরাও খুব বেশি হলে মুক্তি দিতে চাইনি। ভালো মানের হলগুলো বাছাই করে দিয়েছি।’

মেজবাউর রহমান সুমনের কাহিনী ও  সংলাপে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন জাহিন ফারুক আমিন এবং সুকর্ণ সাহেদ ধীমান। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরীফুল ইসলাম রাজ, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খান, রিজভী রিজু, মাহমুদ আলম এবং বাবলু বোস।

চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করেছেন কামরুল হাসান খসরু, সম্পাদনা সজল অলক, আবহ সঙ্গীত রাশিদ শরীফ শোয়েব। গানের সঙ্গীতায়োজন করেছেন ইমন চৌধুরী।

২০১৯ সালের অক্টোবর থেকে নভেম্বরে গভীর সমুদ্রে সিনেমাটির শুটিং শুরু হয়েছিলো।

ওআ/