Logo

বিশ্ববাজারে স্বর্ণের দামে আবারও বড় পরিবর্তন

profile picture
জনবাণী ডেস্ক
২৭ নভেম্বর, ২০২৫, ২০:৩৬
32Shares
বিশ্ববাজারে স্বর্ণের দামে আবারও বড় পরিবর্তন
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমেছে। আগের সেশনে প্রায় দুই সপ্তাহের সর্বোচ্চ ছুঁয়ে আসার পর আজ (বৃহস্পতিবার) দাম কমে। কিন্তু একই দিন দামে আবার পরিবর্তন হয়। তবে এখনো দুই সপ্তাহের সর্বোচ্চ দামের চেয়ে কমে বিক্রি হচ্ছে বহুমূল্য এই ধাতুটি।

বিজ্ঞাপন

রয়টার্স জানায়, ডিসেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রে সুদের হার কমানো হবে কি না—বিনিয়োগকারীরা সেই সম্ভাবনা যাচাই করায় দামে মৃদু চাপ দেখা দেয়। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) লেনদেনের মাঝামাঝিতে যা বাজারে প্রভাব ফেলে।

জিএমটি সময় দুপুর ১২টা ১৬ মিনিটে স্পট গোল্ডের দাম ০.২% কমে দাঁড়ায় ৪,১৫৬.৮৯ ডলার প্রতি আউন্স। ডিসেম্বরে ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের ফিউচার্স সোনার দামও ০.২% কমে ৪,১৫৪.৪০ ডলারে নামে।

বিজ্ঞাপন

জুলিয়াস বেয়ার’র বিশ্লেষক কারস্টেন মেনকে বলেন, ‘অক্টোবরে দামের বড় পতনের পর যে সমন্বয় চলছে, আমরা মনে করি তা এখনো পুরোপুরি শেষ হয়নি।’ গত ২০ অক্টোবর রেকর্ড ৪,৩৮১.২১ ডলারে পৌঁছানোর পর থেকে সোনার দাম প্রায় ৫% কমেছে। তবে সামগ্রিকভাবে ধাতুটি আউন্সপ্রতি ৪,০০০ ডলারের ওপরে অবস্থান করছে।

এদিকে দেশের বাজারে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) স্বর্ণ ভরিতে ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা বিক্রি হবে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) স্বর্ণ ভরিতে ১ হাজার ৩৫৩ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৬৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ৩১৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪১ হাজার ৬৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD