Logo

ন্যাশনাল ব্যাংক অর্জন করল আইএসও সার্টিফিকেশন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ ডিসেম্বর, ২০২৫, ১৩:৪৪
2Shares
ন্যাশনাল ব্যাংক অর্জন করল আইএসও সার্টিফিকেশন
ছবি প্রতিনিধি।

ন্যাশনাল ব্যাংক আন্তর্জাতিক মানসম্পন্ন (ISMS) সার্টিফিকেশন অর্জন করেছে।

বিজ্ঞাপন

এ উপলক্ষে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে সার্টিফিকেট হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বহুজাতিক কোম্পানি TÜV SÜD-এর কান্ট্রি হেড কে. নাগরাজ আনুষ্ঠানিকভাবে ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরীর নিকট সার্টিফিকেট হস্তান্তর করেন। অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক, বিভাগীয় প্রধান এবং সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বহুজাতিক কোম্পানি TÜV SÜD এর কান্ট্রি হেড কে. নাগরাজ আনুষ্ঠানিক ভাবে ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী এর নিকট সার্টিফিকেট হস্তান্তর করেন। এসময় ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ সহ বিভিন্ন বিভাগীয় প্রধানসহ ও সিনিয়র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী বলেন, ডিজিটাল যুগে সাইবার ঝুঁকি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এই সার্টিফিকেশন তথ্য নিরাপত্তা ও আইটি গভর্নেন্সে ন্যাশনাল ব্যাংকের দীর্ঘ মেয়াদি প্রতিশ্রুতি এবং টেকসই অগ্রযাত্রার প্রতিফলন। ISO 27001:2022 সার্টিফিকেশন প্রাপ্তির মাধ্যমে ব্যাংকের তথ্য নিরাপত্তা কাঠামো আরও শক্তিশালী হয়েছে এবং আন্তর্জাতিক মান দণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়েছে।

তিনি আরো উল্লেখ করেন, এই অর্জন আমাদের তথ্য নিরাপত্তা, তথ্যপ্রযুক্তি, ঝুঁকিব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট সব বিভাগের সম্মিলিত প্রচেষ্টা, পেশাদারিত্ব ও আন্তরিকতার ফল। ভবিষ্যতেও ন্যাশনাল ব্যাংক সর্বোচ্চ নিরাপত্তা মান বজায় রেখে ডিজিটাল রূপান্তরের ধারাবাহিকতা অব্যাহত রাখবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ন্যাশনাল ব্যাংক ২০১০ সালে নিজস্ব উন্নত সফটওয়্যারের জন্য প্রথম ISO সার্টিফিকেশন অর্জন করে। ২০১৮ সালে ব্যাংক ISO 27001:2013 (ISMS) সার্টিফিকেশন লাভ করে, যা সম্পূর্ণ IT infrastructure-এর জন্য সমন্বিত সাইবার সুরক্ষা কাঠামো নিশ্চিত করে। ব্যাংক তার IT ও Information Security অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে, যার মধ্যে রয়েছে সুরক্ষিত ডেটা সেন্টার, ভার্চুয়ালাইজেশন প্ল্যাটফর্ম, শক্তিশালী কোর ব্যাংকিং সিস্টেম, Well-managed ও Load-balanced নেটওয়ার্ক অবকাঠামো এবং দক্ষ সফটওয়্যার ডেভেলপমেন্ট টিম।

ম্যানেজিং ডিরেক্টরের নেতৃত্বে ব্যাংক ভবিষ্যতে AI-driven সেবার দিকে অগ্রসর হচ্ছে এবং smart বিনিয়োগের মাধ্যমে আরও দ্রুত, নিরাপদ ব্যাংকিং সেবা প্রদানে কাজ করে যাচ্ছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD