Logo

১৩ ব্যাংক থেকে ১৪ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ ডিসেম্বর, ২০২৫, ২০:০২
8Shares
১৩ ব্যাংক থেকে ১৪ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত

চলতি ডিসেম্বর মাসে প্রবাসী আয়ের উল্লেখযোগ্য প্রবৃদ্ধির কারণে ব্যাংকিং খাতে ডলারের সরবরাহ বেড়েছে। এই অতিরিক্ত ডলার বাজারে ভারসাম্য রাখতে ও বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা নিশ্চিত করতে ১৩টি বাণিজ্যিক ব্যাংক থেকে ১৪ কোটি মার্কিন ডলার কিনে নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিজ্ঞাপন

সোমবার (১৫ ডিসেম্বর) মাল্টিপল প্রাইস অকশন (এমপিএ) পদ্ধতিতে এ ডলার ক্রয় সম্পন্ন হয়। এতে প্রতি ডলারের বিনিময় হার নির্ধারিত হয় ১২২ টাকা ২৯ পয়সা ও ১২২ টাকা ৩০ পয়সা।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, চলতি ২০২৫–২৬ অর্থবছরে এখন পর্যন্ত মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২ হাজার ৮০৪ মিলিয়ন ডলার, যা ২ দশমিক ৮০ বিলিয়ন ডলারের বেশি।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করে জানান, প্রবাসী আয়ের ধারাবাহিক ঊর্ধ্বগতি ডলার বাজারে স্বস্তি এনে দিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি মাসের ১ থেকে ১০ ডিসেম্বরের মধ্যে দেশে রেমিট্যান্স এসেছে ১২৯ কোটি ডলার। গত বছরের একই সময়ে এই অঙ্ক ছিল ১০৯ কোটি ১০ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে প্রায় ১৮ শতাংশ।

এ ছাড়া চলতি অর্থবছরের জুলাই থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত সময়ে দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৪৩৩ কোটি ডলার, যেখানে আগের অর্থবছরের একই সময়ে এ অঙ্ক ছিল ১ হাজার ২২৩ কোটি ডলার। অর্থাৎ এ সময়ের মধ্যে প্রবাসী আয় বেড়েছে ১৭ শতাংশ।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, হুন্ডি প্রতিরোধে সরকারি উদ্যোগ, রেমিট্যান্সে প্রণোদনা এবং ব্যাংকিং চ্যানেলের উন্নয়ন প্রবাসী আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিস্থিতিও স্বস্তিদায়ক অবস্থায় রয়েছে।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত নভেম্বর মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ২৮৮ কোটি ৯৫ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় প্রায় ৩৫ হাজার ২৫২ কোটি টাকার সমপরিমাণ।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD