ফের বাড়ল স্বর্ণের দাম, নতুন মূল্য নির্ধারণ

বিশ্ববাজারে স্বর্ণের দাম সোমবার (১৫ ডিসেম্বর) আরও বেড়েছে। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম সাত সপ্তাহেরও বেশি সময়ের উচ্চমাত্রার কাছাকাছি অবস্থান করছে। খবর রয়টার্স।
বিজ্ঞাপন
ডলার দুর্বলতা ও যুক্তরাষ্ট্রের বন্ডের সুদ কমে আসায় বাজারে আবার অস্থিতিশীলতা দেখা দিয়েছে। বিনিয়োগকারীরা এখন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্মসংস্থান-সংক্রান্ত তথ্যের দিকে নজর রাখছেন। রুপার দাম বাড়লেও শুক্রবারের রেকর্ড সর্বোচ্চ স্তর স্পর্শ করতে পারেনি।
স্পট মার্কেটে সোমবার (১৫ ডিসেম্বর) জিএমটি সময় সকাল ৬টা ৫৬ মিনিটে স্বর্ণের দাম এক শতাংশ বেড়ে দাঁড়ায় প্রতি আউন্স ৪,৩৪৪.৪০ ডলারে। এর আগে গত শুক্রবার স্বর্ণের দাম ২১ অক্টোবরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের ফেব্রুয়ারি ডেলিভারির স্বর্ণ ফিউচারও ঊর্ধ্বমুখী ছিল। এতে দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৭৭ দশমিক ৪০ ডলারে ওঠে।
এদিকে ডলার সূচক (ডিএক্সওয়াই) গত সপ্তাহে ছোঁয়া দুই মাসের সর্বনিম্নের কাছাকাছি অবস্থান করায় বিদেশি বিনিয়োগকারীদের কাছে স্বর্ণ আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের মানদণ্ড ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের ফলন কিছুটা কমে আসাও স্বর্ণের দামে সহায়ক ভূমিকা রেখেছে।
আরও পড়ুন: নতুন বছরে কমে যেতে পারে মোবাইল ফোনের দাম
বিজ্ঞাপন
অন্যদিকে দেশের বাজারে সোমবার (১৫ ডিসেম্বর) স্বর্ণ ভরিতে ২ লাখ ১৫ হাজার ৫৯৭ টাকা বিক্রি হবে। সর্বশেষ শনিবার (১৩ ডিসেম্বর) স্বর্ণ ভরিতে ৩ হাজার ৪৫৩ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।
এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৫ হাজার ৫৯৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫ হাজার ৮০০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৬ হাজার ৩৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৬ হাজার ৮৩৮ টাকা।
বিজ্ঞাপন








