Logo

নতুন বছরে কমে যেতে পারে মোবাইল ফোনের দাম

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ ডিসেম্বর, ২০২৫, ১৪:৪৫
15Shares
নতুন বছরে কমে যেতে পারে মোবাইল ফোনের দাম
ফাইল ছবি।

নতুন বছরের আগেই সরকার সুখবর দিয়েছে। বৈধ পথে মোবাইল আমদানিতে শুল্ক কমানো হচ্ছে, যার ফলে বাজারে মোবাইল ফোনের দামও কমে যাবে। এতে সাধারণ ক্রেতারা তুলনামূলকভাবে কম দামে মোবাইল কিনতে পারবেন।

বিজ্ঞাপন

সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘পরবর্তী সরকারের আর্থ-সামাজিক অগ্রাধিকারসমূহ’ শীর্ষক সেমিনারে এই ঘোষণা দেন এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান।

এনবিআর চেয়ারম্যান বলেন, ব্যবসা সহজ করার জন্য আমদানি করের পরিবর্তে ভ্যাট ও আয়কর আদায়ের দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি অবৈধ আমদানি রোধ করার জন্য মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমানো হবে। তিনি আরও জানান, ট্যাক্স-জিডিপি অনুপাত কম থাকায় রাজস্ব আয় বাড়ানো না হলে প্রয়োজনীয় খাতে ব্যয় করা সম্ভব হবে না। তবে বর্তমানে রাজস্ব আদায়ের গতি ভালো রয়েছে, যা দেশের অর্থনীতিকে সহায়তা করবে।

বিজ্ঞাপন

সেমিনারে র‌্যাপিড চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আনলে দরিদ্র মানুষের অবস্থা আরও খারাপ হবে। তিনি উল্লেখ করেন, গত ৩ বছরে দেশে দরিদ্র মানুষের সংখ্যা প্রায় ৯০ লাখ বেড়েছে।

গত এক বছরে ম্যানুফ্যাকচারিংয়ে নারীদের অংশগ্রহণ অর্ধেক কমে গেছে জানিয়ে সেমিনারে আরও বলা হয়, নতুন সরকার আসার পর যদি তারা মনে করে এলডিসি গ্রাজুয়েশন দেরিতে করতে হবে সেক্ষেত্রে তাদের হাতে বেশি সময় থাকবে না সিদ্ধান্ত নেওয়ার জন্য।

বিজ্ঞাপন

এ ছাড়া রাজস্ব আদায়ের এখন যে গতি; তা না বাড়ালে নতুন সরকার এসে নতুন করে চলতি অর্থবছরের কোনো উন্নয়ন সহজে করতে পারবে না বলেও জানায় র‌্যাপিড। বলা হয়, রাজস্ব আদায়ের গতি না বাড়ালে অনেক উন্নয়ন পিছিয়ে যাবে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD